আজকের শিরোনাম
রেললাইনে বিস্ফোরণ
আজ সকাল সাড়ে দশটা নাগাদ অণ্ডালের কাছে রেললাইনে বিস্ফোরণের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। রেল সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে অণ্ডাল-সাঁইথিয়া লাইনে সিঁডুলি স্টেশন থেকে প্রায় ৪০০ মিটার দূরত্বে। পুলিশ জানিয়েছে বিস্ফোরণের কিছু আগে হুল এক্সপ্রেস ওই লাইন দিয়ে যায়। এরপর অণ্ডালগামী একটি ইঞ্জিন পেরোনের মিনিট খানেকের মাথায় বিকট আওয়াজ পেয়ে ছুটে যায় রেল পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে জিআরপি ও রেলের আধিকারিকেরা। বিস্ফোরণের পিছনে মাওবাদীদের হাত রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

মালকানগিরিতে মাওবাদী-যৌথবাহিনী সংঘর্ষ
গতকাল রাত থেকে ওড়িশার মালকানগিরিতে যৌথবাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে মাওবাদী সদস্যদের। ওড়িশা পুলিশ সূত্রে খবর, ছত্তিসগঢ় সীমান্তে পুলিশের সঙ্গে যৌথ অভিযানের সময় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় মাওবাদীদের। গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ১৪ জন মাওবাদীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ক্রাইস্ট চার্চ স্কুলে সভা ঘিরে বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় ধৃত ৩
আজ সকাল থেকেই দমদম ক্রাইস্ট চার্চ স্কুলের সামনে অভিভাবক-পড়ুয়াদের সভা ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, সভাতে উপস্থিত স্থানীয় কাউন্সিলর ফাল্গুনী পুরকায়স্তকে হেনস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বৃহস্পতিবার ভাঙচুরের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন বহিরাগত ও দু’জন অভিভাবক বলে পুলিশ সূত্রে খবর। গত বুধবার পঞ্চম শ্রেণির ছাত্রী ঐন্দ্রিলা দাসের মৃত্যুর পরেই বৃহস্পতিবার ভাঙচুর, অভিভাবক-বিক্ষোভে রণক্ষেত্রের চেহাড়া নিয়েছিল স্কুল-চত্বর। গতকালই অধ্যক্ষা হেলেন সরকারকে গ্রেফতার করে পুলিশ। এরপরেই অনির্দিষ্ট কালের জন্য স্কুল বন্ধের নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। ছাত্রীদের অভিযোগ গতকাল স্কুলে ঢুকতে চাইলে গেটে প্রহরারত ‘পুলিশকাকু’রা বাধা দেয়। তাই অবিলম্বে স্কুল খোলার দাবিতে আজ সকাল থেকেই গেটের বাইরে সভা করে অভিভাবকেরা। অভিযোগ, এই সভা অরাজনৈতিক দাবি করে কাউন্সিলরের হাত থেকে মাইক কেড়ে নেন অভিভাবকেরা। ফলে বক্তব্য অসম্পূর্ণ রেখেই সভা ছাড়তে হয় কাউন্সিলরকে। ছাত্রীদের দাবি স্কুল ভাঙচুরের ঘটনায় অনেক গুরুত্বপূর্ণ নথি নষ্ট হয়ে গিয়েছে। এমনকি কিছু ছাত্রীর রেজিস্ট্রেশন খোয়া গিয়েছে বলেও অভিযোগ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, পরীক্ষা সংক্রান্ত নথির জন্য ছাত্রীদের সমস্যা দূর করতে ডুপ্লিকেট নথি ইস্যু করা হবে। কর্তৃপক্ষকে দ্রুত স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ভাঙচুরের ঘটনায় ধৃত তিনজনতে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত।
ঐন্দ্রিলার মৃত্যু ও স্কুল ভাঙচুরের প্রতিবাদে বিকেল ৪টে থেকে মৌন মিছিল শুরু করে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রীরা। ক্রাইস্ট চার্চ স্কুল থেকে এই মিছিল ভিআইপি রোড হয়ে বাগুইহাটিতে ঐন্দ্রিলার বাড়ি অবধি যাবে বলে জানা গিয়েছে।

পুরনো খবর:



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.