মারা গেলেন ডলবি
সংবাদসংস্থা • ওয়াশিংটন |
সাদা-কালো থেকে রঙিন ফিল্ম তৈরি হওয়ার পরেও চলচ্চিত্র জগতের আধুনিক যুগের সূচনা হয়েছে বলে মনে করতে পাচ্ছিলেন না বিশেষজ্ঞেরা। বরং পুরো ছবি জুড়ে একটা ঘসঘস শব্দে যেন বিরক্তিই তৈরি হচ্ছিল। সালটা ১৯৬৫। প্রতিষ্ঠা হল ডলবি ল্যাবরেটরিস। আর তার পরেই এল ফিল্মের শব্দ প্রযুক্তিতে একটা নতুন যুগ। ডলবি যুগ। বৃহস্পতিবার গভীর রাতে ডলবি প্রযুক্তির আবিষ্কর্তা রে ডলবি মারা গেলেন। বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই অ্যালঝাইমার্সে ভুগছিলেন তিনি। সম্প্রতি লিউকোমিয়াও ধরা পড়ে। রাষ্ট্রপুঞ্জের পরামর্শদাতা হিসেবে দু’বছর ভারতে ছিলেন তিনি।
|
মাধুরী দীক্ষিতের বাবা প্রয়াত
সংবাদসংস্থা • মুম্বই |
ঘুমের মধ্যেই মারা গেলেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের বাবা শঙ্কর দীক্ষিত। বয়স হয়েছিল ৯১ বছর। শুক্রবার ভোরে তিনি মারা যান। মাধুরী এক শোকবার্তায় লিখেছেন, “বাবাকে খুব মিস করব। শোকের দিনে যাঁরা আমার পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলকে ধন্যবাদ।”
|
|
পিতা-পুত্র। ছেলে প্রসেনজিতের অভিনয় জীবনের তিরিশ বছর পূর্তি
উপলক্ষে এক অনুষ্ঠানের মহড়ায় যোগ দিতে এসেছেন বিশ্বজিৎ।
শুক্রবার, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছবি: কৌশিক সরকার। |
|