র্যাগিংয়ের অভিযোগ, শাস্তিমূলক ব্যবস্থা
যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের |
র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই ছাত্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দু’জনেই ওই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র। দার্জিলিং থেকে পড়তে আসা দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অভিযোগের ভিত্তিতে একটি কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয়ের র্যগিং প্রতিরোধক কমিটি। সেই কমিশনের সুপারিশ অনুযায়ী কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুপম ঘোষকে একটি সেমেস্টার পিছিয়ে দেওয়া-সহ হস্টেল থেকে বহিষ্কার করা হয়েছে এবং প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং-এর মানিক হালদারের দু’টি সেমেস্টার পিছিয়ে দেওয়ার পাশাপাশি তাঁকেও হস্টেল থেকে বহিষ্কারের শাস্তি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের র্যাগিং প্রতিরোধক হেল্পলাইনে (১৮০০ ১৮০ ৫৫২২) ফোন করে দার্জিলিং থেকে পড়তে আসা তথ্য-প্রযুক্তি বিভাগের ওই ছাত্র সরাসরি অভিযোগ জানিয়েছিল। তাঁকে চড় মারার পাশাপাশি বাজে কাজে জোরপূর্বক ব্যবহার করার অভিযোগও জানিয়েছিল ওই ছাত্র। ইউজিসি সেই অভিযোগের কথা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে জানায়। তারই ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের র্যাগিং প্রতিরোধক কমিটি একটি কমিশন গঠন করে।
গত কালই কমিশন ওই অভিযোগের সত্যতা নিয়ে কমিটিকে রিপোর্ট দেয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রদীপ নারায়ণ ঘোষ জানিয়েছেন, “আজই ওই দুই ছাত্রের কাছে শাস্তির চিঠি পৌঁছে দেওয়া হবে।” শাস্তি কার্যকরীও হবে আজ থেকেই।
প্রসঙ্গত, ইউজিসি কৃত ই-মেলেও (helpline@antiragging.in) র্যাগিংয়ের অভিযোগ করা যাবে। |