রবিবার ভোর চারটে। বাগবাজার বাটার কাছে গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন ৩ পুলিশকর্মী। পুলিশ দেখে গতি বাড়িয়ে দেয় শ্যামবাজারগামী একটি মিনিডর। রাস্তার বাঁ দিক দিয়ে এসে একটি ট্রেলারকে ওভারটেক করে ধাক্কা মারে কর্তব্যরত এএসআই ইন্দ্রজিৎ হালদারকে (৫৫)। ঘাতক মিনিডরের চালক সুমন্ত্র ঘোষ গ্রেফতার হয়। মাথায় গুরুতর চোট-সহ ইন্দ্রজিৎবাবুকে মল্লিকবাজারের এক হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর জ্ঞান আর ফেরেনি। আজ সকালে শহরের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎবাবুর।
|
আবার উত্তপ্ত রায়গঞ্জ কলেজ |
ছাত্র সংঘর্ষ কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ কলেজ। পুলিশ সূত্রে খবর, আজ দুপুর দু’টো নাগাদ কলেজে দলীয় প্রচারকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের মধ্যে সংঘর্ষ বাধে। আরও খবর, এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও চিত্র সাংবাদিকদেরও হেনস্থার শিকার হতে হয়। অভিযোগ, চিত্র সাংবাদিকদের ক্যামেরা কেড়ে আটকে রাখে ছাত্র পরিষদের সমর্থকরা। যদিও ছাত্র পরিষদের অভিযোগ, এই সংঘর্ষ এবং চিত্র সাংবাদিকদেরও হেনস্থার ঘটনায় জড়িত তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের ১২ জন। আহত ছাত্ররা রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিত্সাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনি। পুলিশের চেষ্টায় কলেজের পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।
|
শহরে অটো দৌরাত্ম্য, আবার আক্রান্ত যাত্রী |
কলকাতায় অটোর দৌরাত্ম্য চলছেই। বারবার অটোচালকদের বেপরোয়া আচরণ চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। পুলিশ সূত্রে খবর, আজ দুপুরে পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের উপর খুচরো দেওয়া নিয়ে বচসায় অটোচালকের বিরুদ্ধে যাত্রীকে মারধরের অভিযোগ উঠল। কড়েয়া এলাকায় যাত্রীর কাছে খুচরো না থাকায় তাঁকে অটো থেকে নেমে যেতে বলে ওই অটোচালক। আর তাতে রাজি না হওয়ায় যাত্রীর উপর চড়াও হয় অটোচালক। কিল, চড়, ঘুষির সঙ্গে যাত্রীর উপর ব্লেড নিয়ে হামলা চালায় অভিযুক্ত। কোনও রকমে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান ওই যাত্রী। প্রাথমিক চিকিত্সার পর স্থানীয় থানায় অভিযোগ জানান তিনি। যদিও অটোর নম্বর লিখে রাখা সম্ভব হয়নি তাঁর। শহর ও শহরতলি এলাকায় অটোর দৌরাত্ম্যের ঘটনায় বারবারই সরকারের অসহায় অবস্থাটা সামনে এসেছে। ট্যাক্সির ক্ষেত্রে যাত্রী প্রত্যাখ্যানের ঘটনায় সরকার ব্যবস্থা নিলেও অটোর যাত্রী প্রত্যাখ্যানের ঘটনা থামানো যায়নি। তবে এ ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পরিবহণমন্ত্রী মদন মিত্র সয়ং। অভিযুক্ত অটো চালকের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। |