সঙ্গীত অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • বোলপুর |
রবিবার সন্ধ্যায় বোলপুরের টাউন লাইব্রেরিতে ‘রবিছন্দ’ গানের স্কুলের প্রথম বছর পূর্তি উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল। ছিলেন সঙ্গীতভবনের রবীন্দ্র সঙ্গীতের অধ্যাপক মলয়শঙ্কর চট্টোপাধ্যায় এবং প্রশান্ত ঘোষ। সংস্থার পক্ষে কমলেশ রায় জানিয়েছেন, ৫-২৪ বছর বয়স অবধি প্রায় ৬০ জন শিক্ষার্থী ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিল।
|
দুই ছাত্রীর ভবিষ্যৎ সুরক্ষিত করতে দু’লক্ষ টাকা সাহায্য করেছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু সেই টাকা নিয়ে বাচ্চা মেয়ে দু’টির মা শিখা পাণ্ডে পালিয়েছেন বলে অভিযোগ। ২০০৬-এ দুই মেয়েকে পটনার একটি স্কুলে ভর্তি করে চলে যান শিখা। আর ফেরেননি। ২০০৮-এ অমিতাভ মেয়েদের আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিলে শিখা তাঁর সঙ্গে দেখা করে ২ লক্ষ টাকা নেন। তার পর আর তিনি ফেরেননি।
|
একটি বাংলা ছবির গানের রেকর্ডিংয়ে মনোময় ভট্টাচার্য এবং জিৎ
গঙ্গোপাধ্যায়। রবিবার, শহরের এক স্টুডিওয়। ছবি: রণজিৎ নন্দী
|
নারী শিক্ষা প্রসারে অর্থ সংগ্রহের অনুষ্ঠান। পড়ুয়াদের
সঙ্গে উপস্থিত অভিনেতা বিবেক ওবেরয়ও। ছবি: পিটিআই
|
সন্তানসম্ভবা কেট উইনস্লেট। সেই অবস্থাতেই
টরন্টোয় হাজির নিজের ছবির প্রদর্শনীতে। ছবি: রয়টার্স |