বর্ধমানের কাঁকসায় এসার অয়েলের পাইপলাইন পাতার কাজে ফের বাধা দেওয়া হল। পাইপ পাততে গিয়ে খেলার মাঠ ও রাস্তা নষ্ট হয়ে গিয়েছে অভিযোগ করে শনিবার দুপুরে স্থানীয় পোড়ালপাড়ায় বিক্ষোভ শুরু করেন এলাকার কিছু বাসিন্দা বিক্ষোভ দেখান। খবর পেয়ে সংস্থার এক আধিকারিক কথা বলতে গেলে বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ধরেন। তাঁদের বক্তব্য, গাড়ি ও মাটি খোঁড়ার যন্ত্র রাখতে ব্যবহার করায় খেলার মাঠ নষ্ট হয়েছে। ভারী গাড়ি যাওয়ায় রাস্তাও বেহাল। এসার কর্তৃপক্ষ মেরামতির প্রতিশ্রুতি দিলেও তা হয়নি। স্থানীয় বাসিন্দা রাজকুমার রায়, ক্ষেত্রপাল ঘোষেদের অভিযোগ, “যাঁদের জমির উপর দিয়ে পাইপলাইন গিয়েছে, তাঁদের সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।” পরে কাঁকসা থানা থেকে পুলিশ গিয়ে মধ্যস্ততা করে। আজ, রবিবার থানায় সব পক্ষকে নিয়ে বৈঠক হবে। এসারের এক আধিকারিক বলেন, “আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হবে।” রানিগঞ্জ কোল ব্লক থেকে কোল বেড মিথেন গ্যাস তুলে দুর্গাপুর শিল্পাঞ্চলে তা সরবরাহ করার প্রকল্প হাতে নিয়েছে এসার। অগস্টেও নানা দাবিতে তিন বার কাঁকসায় কাজে বাধা দেওয়া হয়েছে।
|
দু’বছর আগে বার্নপুর থেকে বিহারে যাওয়া এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পটনা থেকে এক অটো চালককে গ্রেফতার করল সে রাজ্যের পুলিশ। শুক্রবার শিশু অপহরণের অভিযোগে বিহারেরই সমস্তিপুরের দলসিংহ সরাই স্টেশন থেকে দু’জনকে ধরেছে বর্ধমানের হিরাপুর থানার পুলিশ। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর বার্নপুর থেকে তাকে অপহরণ করা হয়েছিল। বিহার পুলিশ জানিয়েছে, ২০১১ সালের ১১ এপ্রিল প্রেমিকের সঙ্গে পালিয়ে পটনায় গিয়েছিল বার্নপুরের এক ১৬ বছরের কিশোরী। অটোয় কদমকুয়াঁ যাওয়ার পথে ঝগড়া করে প্রেমিক নেমে গেলে অটো চালক মেয়েটিকে নিয়ে একটি বাইপাসের ধারে চলে যায় এবং চার বন্ধুকে ডেকে তাকে ধর্ষণ করে। তারা রাস্তার ধারে মেয়েটিকে ফেলে গেলেও সে পরে থানায় পৌঁছে সব জানায়।
|
শনিবার আসানসোল দক্ষিণ থানার দামড়া সংলগ্ন জামডোবার মাঠে গরু চরানোর সময়ে বাজ পড়ে মারা যান দু’জন। এক জনের নাম বাগরা মুর্মু (১৫)। অপর জন অজ্ঞাতপরিচয় বৃদ্ধ। |