সোনারপুর স্টেশনে যাত্রী বিক্ষোভ |
আজ সকাল থেকেই যাত্রী বিক্ষোভে রীতিমত রণক্ষেত্রের চেহারা নিয়েছে সোনারপুর স্টেশন চত্বর। পুলিশ সূত্রে খবর, সোনারপুর-শিয়ালদহ শাখায় অতিরিক্ত ট্রেন বাড়ানোর দাবিতে সকাল থেকেই লাইন অবরোধ করে রাখে নিত্যযাত্রীরা। অবরোধের জেরে ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। ফলে নাকাল হতে হয় অনেক যাত্রীকেই। রেল সূত্রে জানা গিয়েছে গত মাসেও ট্রেন বাড়ানোর দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন যাত্রীরা। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ দীর্ঘদিন ধরেই রেলের উচ্চপদস্থ আধিকারিকদের বিষয়টি জানালেও রেলের তরফ থেকে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। অবরোধ তুলতে ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের বিক্ষোভের মুখে পড়েন পুলিশকর্মীরা। পুলিশ জানিয়েছে রেললাইন থেকে পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারেন বিক্ষোভকারীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন পুলিশকর্মী। পুলিশ সূত্রে খবর, হামলাকারীদের খুঁজতে শীঘ্রই তল্লাশি অভিযান শুরু করবে পুলিশ।
|