টুকরো খবর
বোলপুরে চালু হল নতুন আদালত
বোলপুর আদালতে শুরু হল বহু প্রতীক্ষিত দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। বুধবার বোলপুর বার লাইব্রেরির তিন তলায় ওই আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোলপুর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবকুমার দত্ত। সংগঠনের সম্পাদক তপনকুমার দে বলেন, “বোলপুরের প্রথম জেএম আদালতে মামলার পাহাড় জমতে থাকায়, এলাকার বিচার প্রার্থীদের খুব অসুবিধে হত। তাই আমরা সরকারের কাছে ওই আদালত চালুর জন্য আবেদন করেছিলাম। বিচার প্রার্থীদের অযথা হয়রানি ও হেনস্থা রুখতে এবং বিচারের কাজ দ্রুত করতে মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জাননো হয়েছিল।” বাড়ি তৈরির কাজে যুক্ত রাজমিস্ত্রি-সহ অন্য নির্মাণ কর্মীরা সরকারি সুযোগ-সুবিধার জন্য আবেদন করেও বঞ্চিত হচ্ছেন। এমনই অভিযোগ আইএনটিইউসি শ্রমিক সংগঠন। এ ব্যাপারে তারা বৃহস্পতিবার দুপুরে রামপুরহাট মহকুমা সহকারী শ্রম কমিশনারের কাছে স্মারকলিপি দেয়। শ্রম কমিশনার না থাকায় কর্মীরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার আশ্বাস দিয়েছেন।

বেতন নিয়ে ক্ষোভ
পুরসভা এলাকায় তাঁদের কাজের ক্ষেত্রে বেতন বৈষম্য দূর করার দাবিতে বৃহস্পতিবার পুরপ্রধানকে স্মারকলিপি দিলেন ঝাড়ুদাররা। ৫০ জন ঝাড়ুদার ও তাঁদের পরিবারের সদস্যরা ঘেরাও-বিক্ষোভে সামিলও হয়েছিলেন। তাঁদের অভিযোগ, দশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেও সরকারি নিয়ম মেনে বেতন এবং ছুটি দেওয়া হচ্ছে না। অথচ দু-একজনের ক্ষেত্রে তার উল্টোটা হচ্ছে। পুরসভা ব্যবস্থা না নিলে আগামী ৯ সেপ্টেম্বর একদিনের কর্মবিরতির হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। তৃণমূল পরিচালিত নলহাটি পুরসভার চেয়ারম্যান রাজেন্দ্রপ্রসাদ সিংহ বলেন, “পুরসভা এলাকা লাগোয়া পাথর শিল্পাঞ্চল দীর্ঘ চার মাস ধরে বন্ধ। ফলে পুরসভার নিজস্ব তহবিলের আয় কমেছে।” পাথর শিল্পাঞ্চলে স্বাভাবিক অবস্থা ফিরলে তাঁদের বেতন বাড়ানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন পুরপ্রধান।

শিক্ষকদের নিয়ে অনুষ্ঠান
—নিজস্ব চিত্র
স্কুলছুট রুখতে সন্ত্রাস কবলিত নানুরে সহায়ক স্কুল খুলে নিজে সংবর্ধিত হয়েছিলেন। এ বার শিক্ষক দিবসে শিক্ষাকেন্দ্রে একনিষ্ঠতার জন্য শিক্ষকদেরই সংবর্ধিত করলেন নানুরের ওসি চয়ন ঘোষ। এ দিন নানুর থানায় রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত এবং কর্মরত ৩৮ জন শিক্ষক-শিক্ষিকাকে সম্মান জানানো হয়। নানুর পুলিশের পক্ষ থেকে ‘বাহিনী’ নামে একটি মাসিক পত্রিকা প্রকাশও হয় এ দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়া ইন্দাস কলেজের শিক্ষক সৌরভ দাস, খুজুটিপাড়ার স্কুল শিক্ষক অস্বীকার রহমান বলেন, “ওসির দেওয়া সম্বর্ধনা আমাদের কর্মক্ষেত্রে আরও একনিষ্ঠ হতে উৎসাহিত করবে।” হাজির ছিলেন নানুরের সিআই কল্যাণপ্রসাদ মিত্রও।

পথ অবরোধ
নিয়ন্ত্রণ হারিয়ে বালি ভর্তি ট্রাক উল্টে গেল সাঁইথিয়া-সিউড়ি রাস্তার কুনুরি গ্রামে। বৃহস্পতিবার বিকেলের এই দুর্ঘটনায় কেউ মারা বা জখম না হলেও স্থানীয় বাসিন্দারা রাত পর্যন্ত পথ অবরোধ করেন। তাঁদের দাবি, বালি ওভারলোড করে দশ টাকার ট্রাক যাতায়াত করায় রাস্তার অবস্থা খুব খারাপ হয়েছিল। বহু আন্দোলনের পরে রাস্তার সংস্কার শুরু হয়েছে। তার কাজ এখনও বাকি। কিন্তু ওভারলোডিং করে যাতায়াত বন্ধ হয়নি। এর প্রতিবাদে তাঁরা অবরোধ শুরু করেন।

দেহ উদ্ধার
তারাপীঠ এলাকার একটি পুকুর থেকে বৃহস্পতিবার সকালে অজ্ঞাতপরিচয় এক প্রৌঢের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অত্যধিক মদ্যপান করার জন্য ওই প্রৌঢ় পুকুরে পড়ে গিয়ে উঠতে পারেননি। মৃতদেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ।

মন্দিরে চুরি
বুধবার রাতে নানুরের চারকল গ্রামের কনকেশ্বরী এবং বলরাম প্রভুর মন্দিরের তালা ভেঙে সোনা-রূপোর গয়না এবং পুজোর বাসনপত্র-সহ কয়েক হাজার টাকার সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.