টুকরো খবর
ভ্যান গঘের নষ্ট হওয়া ছবির ফোটো জাদুঘরে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুন থেকে রেহাই পায়নি বিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের ‘সানফ্লাওয়ার পেন্টিং’। কিন্তু আশার কথা, পুড়ে যাওয়ার আগে ক্যামেরা-বন্দি করা হয়েছিল ভ্যান গঘের সেই সৃষ্টিকে। প্রায় ৬৮ বছর পর সেই দুর্লভ ফোটোর সন্ধান মিলল। জাপানের জাদুঘরে বৃহস্পতিবার উন্মোচন করা হয় ছবিটিকে। ব্রিটেনের এক সংবাদপত্র জানিয়েছে, ছবিটির গাঢ় নীল পটভূমিতে শোভা পাচ্ছে সূর্যমুখী ফুল দিয়ে সাজানো ফুলদানি। ১৮৮৮ সালে ছ’টি সূর্যমুখী ফুলের ছবি এঁকেছিলেন ওই বিখ্যাত ওলন্দাজ শিল্পী। জাপানের এক চিত্রসংগ্রাহক সেটি কিনে নেন। ১৯২০ সাল নাগাদ সেটি পাড়ি দেয় জাপানে। আর ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোনও ভাবে ছবিটিতে আগুন লেগে যায়। এত দিন পর সেটির ক্যামেরাবন্দি রূপটি সামনে নিয়ে আসার সিংহভাগ কৃতিত্ব অবশ্য ভ্যান গঘ বিশেষজ্ঞ মার্টিন বেইলির।

জাতীয় ভাষায় স্বচ্ছন্দ নন ৩০ শতাংশ চিনা
জাতীয় ভাষা ‘মান্দারিন’-এ কথাই বলতে পারেন না চিনের প্রায় ৩০ শতাংশ বাসিন্দা। চিনের সরকারি সূত্রে খবর, এ হেন বাসিন্দার সংখ্যা প্রায় ৪০ কোটি। বাকি প্রায় ৭০ শতাংশ নাগরিক মান্দারিন ব্যবহার করলেও, তাতে বিশেষ স্বচ্ছন্দ নন বলেই জানিয়েছে চিনের শিক্ষামন্ত্রক। আসলে বিশ্বের অন্যতম বড় দেশ চিনে বিবিধ ভাষাভাষী মানুষের সংখ্যা কম নয়। ফলে প্রথম থেকেই ভাষাগত ঐক্য তাঁদের মধ্যে নেই বললেই চলে। ১৯৯৮ সাল থেকে মান্দারিন ভাষার ব্যবহার সরকারি উদ্যোগে প্রচার শুরু হয়। কিন্তু সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, তাতে ছবিটা বিশেষ বদলায়নি।

বাগ্দত্তা স্কারলেট
চুপি চুপি বাগ্দান পর্ব সেরে ফেলেছেন মার্কিন অভিনেত্রী স্কারলেট জোহানসন। কবে, কোথায়, তা জানা নেই। শুধু জানা গিয়েছে পাত্র রোমেইন দোরিয়াক এক বিজ্ঞাপন সংস্থার মালিক। খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন স্কারলেটের মুখপাত্রও। তবে তাঁরা কবে বিয়ে করছেন, এখনও জানা যায়নি। দু’বছর আগেই বিবাহবিচ্ছেদ হয় স্কারলেটের।

আহত ১৬
দু’টি পৃথক বিস্ফোরণে পাকিস্তানে আহত হল ১৬ জন। দু’টি বিস্ফোরণই ঘটেছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। প্রথমটি ঘটে বান্নুর একটি কাপড়ের দোকানের উল্টো দিকে। কাছেই একটি মেয়েদের স্কুল। এই বিস্ফোরণে ১১-জন বালিকা-সহ ১৪ জন আহত হন। দ্বিতীয় বিস্ফোরণটি হয় জামরুদের কারখানো বাজারে। এখনও কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

বাঁচলেন মিশরের অভ্যন্তরীণ মন্ত্রী
দেশ জুড়ে চলতে থাকা অশান্তির মধ্যেই হামলা হল মিশরের অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ইব্রাহিমের উপর। তবে কোনও রকমে প্রাণে বেঁচেছেন তিনি। বৃহস্পতিবার কায়রোর নাসর সিটি জেলায় তাঁর বাড়ির সামনে তাঁকে নিশানা করে গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়।

ট্যাঙ্কারের মুক্তির আশ্বাস
ভারতের একটি ট্যাঙ্কার সপ্তাহ তিনেক আটকে রাখার পরে সেটিকে ছাড়ার আশ্বাস দিয়েছে ইরানের নৌসেনা। ১৩ অগস্ট ইরানের সমুদ্রে দূষণ ছড়িয়েছে বলে ওই ট্যাঙ্কারটিকে আটক করেছিল ইরান। অভিযোগ অস্বীকার করে ভারত জানায়, যে সময় ট্যাঙ্কারটিকে আটক করা হয় তখন সেটি ইরানের সমুদ্রে ছিল না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.