সচেতনতায় নাটক
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
মেয়েদের কম বয়সে বিয়ে দেওয়া এবং পণপ্রথার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নাটক ও কবিগানকে হাতিয়ার করল বিষ্ণুপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর। সোমবার শহরের যদুভট্ট মঞ্চে এই নিয়ে স্থানীয় শিবদাস সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করল একাঙ্ক নাটক ‘প্রথম আলো’। এ ছাড়া পরিবেশিত হল বর্ধমান ও পাত্রসায়রের কবিগান। বিষ্ণুপুরের মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান বলেন, “এ দিনের সচেতনতা প্রচার কর্মসূচিতে অংশ নিয়েছে এলাকার বিভিন্ন স্কুলের প্রায় ৪০০ ছাত্রী।”
|
পাগলা ঘোড়া। —নিজস্ব চিত্র। |
প্রতি ঋতুতে প্রয়াত নাট্যকার বাদল সরকারের নাটক মঞ্চস্থ করছে সিউড়ির ‘বীরভূম আনন’ নাট্যসংস্থা। রবিবার শ্রীরামকৃষ্ণ সভাগৃহে ‘বাদল উৎসব’-এর তৃতীয় পরিবেশন ‘পাগলা ঘোড়া’ মঞ্চস্থ করল তারা। বহ্নি চক্রবর্তীর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। ১৯৬৭ সালে লেখা ওই নাটকটি এর আগে বিভিন্ন ভাষায় মঞ্চস্থ হয়েছে।
|
|
|
এক অনুষ্ঠানের মহড়ায় মনোজ মুরলী নায়ার,
বিপ্লব মণ্ডল প্রমুখ। সোমবার, গড়িয়ায়।—নিজস্ব চিত্র। |
|
|