পাটরানি

পাট দিয়ে প্রায় সাড়ে ছ’ফুট উচ্চতার এই দুর্গা প্রতিমাটি তৈরি করেছেন কৃষ্ণগঞ্জের পাপিয়া কর। জানালেন, দু’মাস ধরে এলাকার
পালবাড়িতে ঠাকুর তৈরি দেখেছেন তিনি। শিখেছেন খড় বাঁধাও। এর পর বাড়িতে নিজে নিজেই বানিয়ে ফেলেছেন এত বড় দুর্গাঠাকুর।
ইতিমধ্যেই স্থানীয় একটি ক্লাব পুজোর প্রদর্শনীর জন্য এই প্রতিমা নিয়ে যাবে বলে জানিয়েছে তাঁকে। কিন্তু পাট কেন?
পাপিয়ার উত্তর, পরিবেশ দূষণ প্রতিরোধ করতে আর পাটজাত পণ্যের উৎকর্ষ বাড়াতেই এই প্রয়াস। ছবি: সুদীপ ভট্টাচার্য।