টুকরো খবর |
হলদিয়ায় বন্ধ বাস পরিষেবা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নিজেদের মধ্যে সময়সূচি নিয়ে গণ্ডগোলে টানা এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে হলদিয়া উপ-নগরী থেকে বালুঘাটা-কুকড়াহাটি রুটের বাস পরিষেবা। এর জেরে দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা। বাস সংগঠন সূত্রে খবর, ওই রুটে মোট ১৩টি বাস চলাচল করে। গত ২৩ অগস্ট থেকে বন্ধ রয়েছে সব ক’টি বাসই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাস মালিকদের মধ্যে বেশ কয়েক দিন ধরে রুট ও সময়সূচি নিয়ে গণ্ডগোল চলছিল। একই শাখায় একই সময়ে একাধিক বাস চলায় বাস কর্মচারীদের একাংশের মধ্যে বচসা ও মারামারি লেগেই ছিল। এর আগেও এপ্রিল মাসে ওই রুটে একই কারণে বেশ কিছু দিন বন্ধ ছিল বাস চলাচল। শিল্পশহরে বাসই একমাত্র ভরসা। কিছু শাখায় ট্রেকার চললেও ওই শাখায় সেই ট্রেকারও অমিল। ফলে টানা সাত দিন বাস বন্ধ থাকায় রায়ঞাচক, বালুঘাটা, চকদ্বীপা, ব্রজলালচক এলাকায় স্কুল-কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা নাকাল হচ্ছেন। সমস্যার কথা পুলিশকে জানিয়েও লাভ হচ্ছে না বলে অভিযোগ। |
৫৬ নেতাকর্মীর মিলল জামিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একটি মামলা থেকে শুক্রবার বেকসুর খালাস পেলেন ৫৬ জন তৃণমূল নেতাকর্মী। মামলাটি চলছিল মেদিনীপুরের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টে। ঘটনাটি ২০০১ সালের ৩০ এপ্রিলের। ওই দিন কেশপুরের শিরষিতে পুলিশের উপর তৃণমূলের লোকেরা হামলা করেন বলে অভিযোগ। পুলিশের দাবি ছিল, সেই সময় প্রচুর বন্দুক-বিস্ফোরকও উদ্ধার হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে ৫৬ জন তৃণমূল নেতাকর্মীর বিরুদ্ধে। |
থানা থেকে চুরি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ডায়েরি করার নামে থানায় এসে বৃহস্পতিবার দুপুরে কাঁথি থানার ডিউটি অফিসারের টেবিলে থাকা সরকারি মোবাইল ফোন হাতিয়ে কেটে পড়েছিল এক ব্যক্তি। কিন্তু শেষরক্ষা হল না। থানার সিসিটিভির ফুটেজ দেখে কয়েক ঘণ্টার মধ্যেই কাঁথির আঁউরাই অঞ্চলের বেলিয়াচট্টা গ্রামের রাধাকৃষ্ণ দাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। |
স্ত্রী খুনে যাবজ্জীবন
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
শ্বাসরোধ করে স্ত্রীকে খুনের ঘটনার যাবজ্জীবন কারাদণ্ড হল স্বামীর। শুক্রবার দুপুরে হলদিয়া আদালতের বিচারক সোমনাথ চক্রবর্তী ওই রায় দেন। ২০১১ সালের ৮ ফেব্রুয়ারি রাতে স্ত্রী হালিমাবিবিকে শ্বাসরোধ করে খুন করে শেখ আস মহম্মদ। পর দিন হালিমাবিবির ভাই জামাল আলির অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুরনো খবর: স্ত্রী-খুনে ধৃত
|
জয়ের আনন্দে |
|
ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
সবং পঞ্চায়েত সমিতি দখল করল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুরের এই একটি মাত্র পঞ্চায়েত সমিতিই বিরোধী দলের দখলে রইল। জেলার ২৯টি পঞ্চায়েত সমিতির মধ্যে বাকি ২৮টি পেয়েছে তৃণমূল। শুক্রবার সমিতির সভাপতি হন অমল পণ্ডা, সহ-সভাপতি অর্চনা মুর্মু। নির্বাচন পর্ব শেষে এক সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়া, প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদিকা কৃষ্ণা দেবনাথ, জেলা কংগ্রেস সভাপতি স্বপন দুবে প্রমুখ। |
|