বামেদের যুদ্ধবিরোধী মিছিল শুরু |
বিশ্ব শান্তি দিবসে রানি রাসমণি অ্যাভিনিউ থেকে বামেদের ১১টি সংগঠনের ডাকা সাম্রাজ্যবাদী ও যুদ্ধবিরোধী মিছিল হয়। প্রসঙ্গত, সিরিয়ার নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগের ব্যবস্থা নিতে সে দেশের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করেছে আমেরিকা। যদিও এখনই যুদ্ধাভিযান না-চালিয়ে এই বিষয়ক প্রস্তাব অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে পেশ করেছে ওবামা-সরকার। আমেরিকায় যুদ্ধবিরোধী বিক্ষোভ-মিছিলের মতোই এদেশেও এই ঘোষণার বিরোধিতা করে আজ মিছিলে সামিল হয়েছিলেন বামেদের শীর্ষ নেতা-সহ বহু কর্মী-সমর্থকেরা। মধ্য কলকাতা থেকে শুরু হয়ে এই মিছিল শেষ হয় দেশবন্ধু পার্কে। মিছিলের শেষে আমেরিকার যুদ্ধনীতির কড়া সমালোচনা করে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু অভিযোগ করেন, এশিয়ায় ঘাঁটি গড়ার চেষ্টা করছে আমেরিকা। এর বিরুদ্ধে একযোগে গর্জে ওঠার প্রয়োজন আছে বলে মনে করেন তিনি।
|
যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে ফেডেরার |
লেটন হিউইটের পথেই এগোলেন রজার ফেডেরার! সমবয়সি হিউয়েটের মতোই দুর্দান্ত খেলে যুক্তরাষ্ট্র ওপেনের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের আদ্রিয়ান মানারিনোকে হারালেন ৩২ বছরের ফেডেরার। শনিবার রাতে আর্থার অ্যাশ স্টেডিয়ামে এক্সপ্রেস গতিতে খেলে ৩৪টা উইনার মেরে মানারিনোকে ৬-৩, ৬-০, ৬-২-এ স্ট্রেট সেটে হারিয়ে অন্তত কিছুটা হলেও সমালোচকদের মুখ বন্ধ করলেন তিনি। চতুর্থ রাউন্ডে পাঁচ বারের চ্যাম্পিয়নকে খেলতে হবে স্পেনের টমি রব্রেডোর বিরুদ্ধে, এখনও পর্যন্ত দশ বারের সাক্ষাতেই যাকে প্রতি বার হারিয়েছেন ফেডেরার। ফলে কোয়ার্টার ফাইনালে ফের নাদাল-ফেডেরার ম্যাচের সম্ভাবনা যে আরও বাড়ল, তা বলাই বাহুল্য। “এখানে এসে ভাল খেলা বরাবরই চাপের। আজ রাতে আমি দারুণ খেলতে পেরেছি, খেলার ফলাফলে আমি খুবই খুশি।” —ম্যাচ জিতে জানিয়েছেন ফেডেরার।
|
স্ত্রীকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ওম পুরি, মিলল জামিন |
স্ত্রী নন্দিতাকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন বিখ্যাত বলিউড অভিনেতা ওম পুরি। পরে অবশ্য দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। পুলিশ সূত্রে খবর, স্ত্রী-র অভিযোগের পর কিছু দিন বেপাত্তা ছিলেন তিনি। আজ মুম্বইয়ের ভারসোভা থানায় আত্মসমর্পণ করেন ওম পুরি। ৬২ বছরের এই অভিনেতার বিরুদ্ধে ৩২৪, ৫০৪, ৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে। |