সন্ত্রাসের আগুন শিক্ষাঙ্গণে, ফের আক্রান্ত অধ্যক্ষ-পরীক্ষা নিয়ামক |
মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বার বার করে শিক্ষায় সন্ত্রাস রোখার বার্তা দিলেও, পরিস্থিতি যে একটুও বদলায়নি তা আরও একবার প্রমাণ হল। আজকের প্রেক্ষাপট উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালির কালীনগর কলেজ ও দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজ।
আজ কালীনগর কলেজের অধ্যক্ষ মনোরঞ্জন নস্করকে ‘বাইকের চেন’ দিয়ে মারার অভিযোগ ওঠে এসএফআই সমথর্কদের বিরুদ্ধে। অধ্যক্ষের অভিযোগ পরিকল্পনা করেই তাঁর উপর হামলা চালায় প্রায় ৪০ থেকে ৫০ জন এসএফআই সমর্থক। বেশ কয়েক জন অধ্যাপকও এই ঘটনায় ইন্ধন জোগান বলে তাঁর অভিযোগ। কলেজের আসবাবও ভাঙচুর করা হয়। অধ্যক্ষকে বসিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন তাঁর হাতের আঘাত গুরুতর। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৪ জন ছাত্রকে, যাদের অধিকাংশই এসএফআই সমথর্ক বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনাটিকে নিন্দা করলেও দায় স্বীকার করতে চায়নি এসএফআই নেতৃত্ব।
|
কড়া দাওয়াই রাজ্যপালের
“ অধ্যক্ষদের উপর হামলা চালানোর অধিকার কারও নেই,
হামলাকারী পড়ুয়াদের ধরে পেটানো উচিত্।”
|
|
অন্য দিকে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর কলেজে পরীক্ষা চলাকালীন পড়ুয়াদের নকল করতে দেখে হাতেনাতে ধরার সময় গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের উপর হামলা চালায় পরীক্ষার্থীরা। এই ঘটনায় তিনি প্রায় ১৯ জন পরীক্ষার্থীকে ধরেন। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন হরিরামপুর কলেজের অধ্যক্ষ ও অন্য অধ্যাপক ও শিক্ষাকর্মীরা। তখন তাঁদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। পরীক্ষা নিয়ামকের মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। তাঁর গাড়িটিকেও ভাঙচুর করা হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তাঁকে অনেক ক্ষণ অধ্যক্ষের শৌচাগারের মধ্যেই লুকিয়ে থাকতে হয়। পুলিশ এসে তাঁকে সেখান থেকেই উদ্ধার করে। রাজ্য পুলিশের ডিজিকে অবিলম্বে হরিরামপুর কলেজের দোষীদের গ্রেফতার করার নির্দেশ দেন রাজ্যপাল।
|
ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। লিটারে ২টাকা ৩৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ডিজেল বাড়ল লিটারে ৫০ পয়সা। এর সঙ্গে যুক্ত হবে স্থানীয় ভ্যাট। এর ফলে কলকাতায় পেট্রোলের দাম হবে লিটার প্রতি ৮১ টাকা ৫৭ পয়সা ও প্রতি লিটার পিছু ডিজেল হবে ৫৬ টাকা ৩৩ পয়সা। আজ মধ্যরাত খেকেই চালু হবে এই নতুন দাম। রান্নার গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিলিন্ডার পিছু দাম বাড়তে পারে প্রায় পঞ্চাশ টাকা।
|
আজ সকাল থেকেই চিকিত্সক ও চতুর্থ শ্রেণির কর্মীদের হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ চত্বর। পুলিশ সূত্রে খবর, চতুর্থ শ্রেণির কর্মীরা মদ্যপ অবস্থায় হাসপাতালে এসেছে এই অভিযোগে গত কাল রাত থেকেই কর্মী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে বচসা শুরু হয়। রাস্তায় দাঁড় করিয়ে কর্মীদের হাত থেকে রক্ত নেওয়া হয় বলে অভিযোগ। কর্মীরা জানিয়েছেন মদ্যপ থাকার অভিযোগে তাদের মধ্যে তিনজনকে মারধর করেন ডাক্তারেরা ও জোর করে তাদের বৌবাজার থানায় নিয়ে যায়। আহত এক কর্মীর চিকিত্সা চলছে মেডিক্যাল কলেজ হাসপাতালেই। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাতে থাকেন চতুর্থ শ্রেণির কর্মীরা। নিরাপত্তার দাবিতে কর্মবিরতি শুরু করেন তারা। ফলে সকাল থেকেই হাসপাতালের চিকিত্সা পরিষেবা বিঘ্নিত হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতাল সুপারের আশ্বাসে কর্মবিরতি তুলে নেন কর্মীরা। হাসপাতাল সূত্রে খবর, এই ঘটনায় তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন হাসপাতাল সুপার।
|
শপিং মলে অগ্নিকাণ্ড, আহত ৩
|
আজ বিকেলে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি শপিং মলে আগুন লাগে। দমকলের ৪টি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি না হলেও আহত হন ৩ জন।
|
জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় আজ জঙ্গি অনুপ্রবেশ রুখল ভারতীয় জওয়ানেরা। প্রশাসন সূত্রে খবর, সকাল থেকেই দু’পক্ষে গুলির লড়াই শুরু হয়। দক্ষিণ কাশ্মীরের তাংধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা অতিক্রম করার চেষ্টা করলে জওয়ানদের গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। এই ঘটনার পর এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে সেনারা। সেনা সূত্রে খবর, গতকালও কাশ্মীরের গান্ডেরবল জেলার প্রেং এলাকায় দুর্গম নজওয়ানের জঙ্গলে জওয়ানদের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচ জঙ্গি। পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় পাঁচ ভারতীয় জওয়ানের মৃত্যুর পর এই জঙ্গি দমন নিঃসন্দেহে ভারতীয় সেনাবাহিনীর বড় সাফল্য বলেই মনে করছে প্রশাসন। |