টুকরো খবর
করিমপুর হাসপাতালে ফের চালু ব্লাড স্টোরেজ ইউনিট
দীর্ঘদিন বন্ধ থাকার পর করিমপুর গ্রামীণ হাসপাতালে ফের চালু হল ব্লাড স্টোরেজ ইউনিট। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রক্তের জন্যই বহু রোগীকে এতদিন জেলা হাসপাতালে রেফার করে দিতে হত। ব্লাড স্টোরেজ ইউনিট চালু হওয়ার পর রেফারের সংখ্যা অনেকটাই কমবে বলে আশা হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে করিমপুর গ্রামীণ হাসপাতালে সিজারের ব্যবস্থার পাশাপাশি চালু করা হয়েছিল ব্লাড স্টোরেজ ইউনিটও। কিন্তু বছর খানেক পরে সিজার করতে গিয়ে এক প্রসূতির মৃত্যুর পরে বন্ধ হয়ে যায় দুটোই। তারপর থেকে সিজার কিংবা রক্তের দরকার পড়লেই জেলা হাসপাতালে রেফার করা ছাড়া কোন উপায় ছিল না। হাসপাতাল সুপার রাজীব ঘোষ বলেন, “গত ১৬ অগস্ট থেকে পুনরায় ব্লাড স্টোরেজ ইউনিট চালু করা হয়েছে। জেলার ব্লাড ব্যাঙ্ক থেকে এখানে রক্ত এনে রাখা হচ্ছে। জরুরি কালীন সময়ে রোগীর রক্তের দরকার হলে এবার থেকে তা এখানেই দেওয়া হবে।’’ রোগী কল্যাণ সমিতির সভাপতি তথা স্থানীয় বিধায়ক সিপিএমের সমরেন্দ্রনাথ ঘোষ বলেন, “ব্লাড স্টোরেজ ইউনিট চালু হওয়ায় রেফারের সংখ্যা কিছুটা কমবে ঠিকই। তবে সিজার চালু হয়ে গেলে রেফার আরও কমে যাবে। ভোগান্তি থেকে মুক্তি পাবেন মানুষও।’’ তেহট্টের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক শচীন্দ্রনাথ সরকার বলেন, “দীর্ঘদিন ব্লাড স্টোরেজ ইউনিট বন্ধ থাকার কারণে লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়নি। দেরি হলে বিএসইউ চালু কঠিন হয়ে যেত।”

তিন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু গুয়াহাটিতে
ফের ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে গুয়াহাটিতে। ইতিমধ্যেই ডেঙ্গিতে প্রাণ গিয়েছে তিনজনের। স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গত ৭২ ঘণ্টায় কন্দর্প ডেকা, লানি দেওয়ান ও তাঁর স্বামী রাজু দেওয়ান ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। কামরূপ জেলা স্বাস্থ্য পরিষেবা বিভাগের যুগ্ম অধিকর্তা শৈলেন চৌধুরী জানান, জু রোডের বাসিন্দা লানি দেবী ও তাঁর স্বামী রাজুবাবু ডাউন টাউন হাসপাতালে ভর্তি ছিলেন। তাঁদের আইভিডি পরীক্ষায় ডেঙ্গির প্রমাণ মিলেছিল। তিনি আরও জানান, গত কাল অবধি ১৮ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে খবর এসেছে। কন্দর্প ডেকা গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আনার পথেই মারা গিয়েছেন। গত দু’দিনে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫। গুয়াহাটির নুনমাটি, নারেঙ্গি, জু রোড, ওদালবাক্রা, মালিগাঁও এলাকায় সংক্রমণ বেশি হচ্ছে।

হজ যাত্রীদের টিকা
হজ যাত্রীদের টিকাকরণ কর্মসূচি হল বৃহস্পতিবার। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এ দিন সব মিলিয়ে ১২৭ জন হজযাত্রীকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে মেদিনীপুর মহকুমার ৫০, খড়্গপুরের ৪৬ এবং ঘাটালের ৩১ জন রয়েছেন। ওই কর্মসূচির নোডাল অফিসার তথা ডেপুটি সিএমওএইচ (২) রবীন্দ্রনাথ প্রধান মেদিনীপুর, খড়্গপুরে কর্মসূচির তদারক করেন।

নার্সদের দাবিদাওয়া
স্থায়ী চাকরি ও বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরার দফতরে বিক্ষোভ দেখান এএনএম (সেকেন্ড) নার্সরা। কালেক্টরেট মোড় থেকে মিছিল করে তাঁরা দফতরের সামনে আসেন। স্মারকলিপিও দেওয়া হয় মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.