সেনা-জঙ্গি সংঘর্ষ, হত ৫ জঙ্গি
|
আজ ভোর রাতে কাশ্মীরের গান্ডেরবল জেলার প্রেং এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা যায় ৫ জঙ্গি। সেনা সূত্রে জানা গিয়েছে, জঙ্গিরা প্রত্যেকেই হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সদস্য।
জঙ্গিদের একটি দল সীমান্তের ওপার থেকে ভারতে অনুপ্রবেশ করতে চলেছে, গোপন সূত্রে এই খবর পেয়ে সেনা বাহিনীর ২৪ নম্বর রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের যৌথবাহিনী এই অভিযান চালায় প্রেং এলাকার দুর্গম নজওয়ান জঙ্গলে। আত্মসমর্পনের কথা বলা হলে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। পরে সেনার গুলিতে মারা যায় এই পাঁচ জঙ্গি। জঙ্গিদের প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।
|
চাঁদনি চকে কৌটো বোমা বিস্ফোরণ |
আজ সাড়ে বারোটার সময় কলকাতার চাঁদনি চক এলাকায় একটি স্বল্প মাত্রার কৌটো বোমা বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে খবর, চাঁদনি চক-ম্যাডান স্ট্রিটের সংযোগস্থলে একটি পানের দোকানের সামনে বিস্ফোরণটি হয়। ঘটনাস্থল থেকে বম্ব স্কোয়াড আরও একটি তাজা কৌটো বোমা উদ্ধার করেছে। বোমাটি একটি ট্রান্সফরমারের তলায় রাখা ছিল। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে এই এলাকায়। আশেপাশের কয়েকটি এলাকাতেও চলছে তল্লাশি।
|
হলদিয়া মেডিক্যাল কলেজের অনুমোদন
ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের |
ফের হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। হলদিয়া মেডিক্যাল কলেজের অনুমদন বাতিলের সিদ্ধান্তে খারিজ করে দিয়ে সিঙ্গল বেঞ্চের রায়েই বহাল রাখল বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ। এমসিআই ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে অবিলম্বে অনুমোদন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি রাজ্য সরকারকে এই অনুমোদন বাতিলের জন্য ১০ হাজার টাকা জরিমানাও করেছে হাইকোর্ট। সেইসঙ্গে কলেজ কর্তৃপক্ষকে ২০১২-১৩ শিক্ষাবর্ষের জন্য ছাত্র-ছাত্রীদের স্বাভাবিক প্রক্রিয়ায় ভর্তি নিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। |