বছরের শুরুতেই কাশ্মীরে মেয়েদের রক ব্যান্ডের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল হুরিয়ত। এ বার তাদের নিশানায় কনসার্ট। ৭ সেপ্টেম্বর শ্রীনগরে একটি কনসার্ট করার কথা ছিল জুবিন মেটার। অনুষ্ঠানটির আয়োজন করেছিল পর্যটন দফতর এবং নয়াদিল্লিতে জার্মানির দূতাবাস। গত ২২ অগস্ট অনুষ্ঠানটির কথা ঘোষণা করে জার্মান দূতাবাসের পক্ষে বলা হয়, জম্মু-কাশ্মীর সরকারও সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে। তার পর থেকেই তার বিরোধিতা শুরু করেন হুরিয়ত নেতারা। কনসার্ট আয়োজনের টাকা হাসপাতাল তৈরির কাজে ব্যয় করা যেতে বলেও বেশ কয়েকটি বক্তৃতায় বলেছেন হুরিয়ত নেতারা।
|
মাইকেল ডগলাস ও ক্যাথরিন জিটা জোন্সের ১৩ বছরের বিবাহিত জীবন কি বিচ্ছেদের মুখে? একটি মার্কিন পত্রিকার খবর অনুযায়ী, হলিউডের বিখ্যাত এই দম্পতি এখন আলাদা থাকছেন। ক্যাথরিনের এক মুখপাত্র এ কথা স্বীকারও করেছেন। তবে পত্রিকাটিতে বলা হয়েছে, আলাদা থাকলেও মাইকেল বা ক্যাথরিন কেউ বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেননি।
|
শান্তিনিকেতনে শ্যুটিং-এর ফাঁকে গল্পে মজেছেন পরিচালক সন্দীপ রায় ও
অভিনেতা
পরাণ বন্দ্যোপাধ্যায়।
পরশুরামের ‘বটেশ্বরের অবদান’ ও সত্যজিৎ রায়ের ‘কাকতাড়ুয়া’
গল্প নিয়ে তৈরি হচ্ছে একটি বাংলা সিনেমা। ছবি: বিশ্বজিৎ রায়চৌধুরী। |