ধৃত মোস্ট ওয়ান্টেড জঙ্গি ইয়াসিন ভটকল |
মঙ্গলবার ভারত-নেপাল সীমান্তের সোনৌলি থেকে একটি বিশেষ তদন্তকারী দল এনআইএর তালিকায় অন্যতম ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি ইয়াসিন ভটকলকে গ্রেফতার করে। আইবি সূত্রে খবর, ইন্ডিয়ান মুজাহিদিনের অন্যতম প্রতিষ্ঠাতা হল এই ইয়াসিন ভটকল। দিল্লি, বেঙ্গালুরুতে চিন্নাস্বামী, ২০১০ সালের জার্মান বেকারি, হায়দরাবাদ, জয়পুর বিস্ফোরণ-সহ দেশ জুড়ে প্রায় ডজন খানেক বিস্ফোরণ কাণ্ডের মূল অভিযুক্ত এই ভটকল। প্রসঙ্গত, কলকাতা পুলিশের এসটিএফ ২০১০ সালে ইয়াসিন ভটকলকে জালনোট কাণ্ডে গ্রেফতার করে। কিন্তু প্রকৃত পরিচয় জানা না থাকায় এবং উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে সে জামিনে ছাড়া পায়। ভটকলকে গ্রেফতার করার জন্য ১৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। সম্প্রতি তার এক সহযোগী আনোয়ার মল্লিককে নদিয়া থেকে গ্রেফতার করে পুলিশ। আনোয়ারের কাছ থেকে তার ব্যাপারে তথ্য পেয়ে এই তল্লাশি চালিয়ে ভটকলকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ওয়াকিবহাল মহলের ধারনা, এই গ্রেফতারির ফলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে। এ মুহূর্তে তাকে বিহার পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
|
ফের গণ্ডগোল মেঘনাদ সাহা কলেজে |
গত মঙ্গলবার নকল রুখতে গিয়ে বহিরাগতদের কাছে আক্রান্ত হয়েছিলেন ইটাহারের মেঘনাদ সাহা কলেজের অধ্যাপক, অধ্যাপিকা ও অধ্যক্ষা। কলেজের মধ্যে ঢুকে ব্যাপক ভাঙচুরও চালানো হয়েছিল। তার পরই কলেজের অধ্যাপক-অধ্যাপিকারা সিদ্ধান্ত নেন উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা না থাকলে তাঁরা পরীক্ষায় পরিদর্শকের ভূমিকায় থাকবেন না। তবে আজ সকালে ছাত্র-ছাত্রীদের কথা ভেবে তাঁরা পরীক্ষা নিতে সম্মত হন। পরীক্ষা ১১টার বদলে শুরু হয় ৩০ মিনিট দেরিতে। তবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ামক দল না আসা পর্যন্ত কোনও অধ্যাপক পরীক্ষার হলে ঢোকেননি। কিছু ক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের কনট্রোলার সনাতন দাসের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল কলেজ পরিদর্শনে আসেন। পরীক্ষার হলে ঢুকে তাঁরা নকল করার অভিযোগে ৬ ছাত্রছাত্রীর খাতা বাতিল করেন। কয়েক জন ছাত্রছাত্রীর সঙ্গে পরিদর্শক দলের সামান্য বচসাও বাধে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল। এর পর অধ্যক্ষার ঘরে গিয়ে একটি বৈঠক করেন পরিদর্শক দল।
এক দিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ কলকাতায় এই প্রসঙ্গে বলেছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তবে কোনও অধ্যাপক নিগ্রহের ঘটনা বরদাস্ত করা হবে না। অন্য দিকে, ঘটনার প্রতিবাদে টিএমসিপি সদস্যরা বিক্ষোভ অবস্থানে বসেছে। তাদের দাবি, পরীক্ষার হলে কোনও ছাত্রছাত্রীকে এ ভাবে হেনস্থা করা যাবে না। তবে বিশ্ববিদ্যালয়ের কনট্রোলার সনাতন দাস পরিষ্কার জানিয়েছেন, অ্যাডমিট কার্ড এবং লেখার সরঞ্জাম ছাড়া অন্য কোনও কিছু নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। এর আগেও ৩২ ছাত্রছাত্রীর খাতা একই অভিযোগে বাতিল করা হয়।
|
বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত ১ |
আজ সকালে আলিপুরদুয়ারে একটি টাইমার বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয়েছে বম্ব স্কোয়াডের এক কর্মীর। পুলিশ সূত্রে খবর, সাইকেলের মধ্যে রাখা একটি ব্যাগের মধ্যে টিফিন কৌটোয় ওই বোমাটি রাখা ছিল। ভোর ৩টের সময় ব্যবসায়ী সমিতির টহলদাররা সাইকেলটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তত্ক্ষণাত্ এসে ব্যাগ-সহ সাইকেলটিকে একটি মাঠে নিয়ে যায়। দুর্ঘটনা এড়ানোর জন্য বালির বস্তা দিয়ে ব্যাগটি ঘিরে রাখা হয়। সকাল সাড়ে ন’টার সময় শিলিগুড়ি থেকে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাটিকে নিষ্ক্রিয় করার সময় টাইমার লাগানো বোমাটি হঠাত্ ফেটে যায়। ঘটনাস্থলেই বম্ব স্কোয়াডের কর্মী লালবাহাদুর লোহারের মৃত্যু হয়। আরও দু’ জন গুরুতর আহত হন। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি করা হয়েছে। প্রসঙ্গত, গত কাল কেএলওর তরফ থেকে ‘কালা দিবস’ ঘোষণা করা হয়েছিল। ফলে গত কাল থেকেই পুলিশের বাড়তি নজরদারি ছিল। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন পুলিশের বড় কর্তারাও। এখনও পর্যন্ত ঘটনার দায় কোনও জঙ্গি গোষ্ঠী স্বীকার করেনি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় জড়িত সন্দেহে ময়নাগুড়ি থেকে এক ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি। অপরাধীদের সম্ভাব্য একটি তালিকাও তৈরি করা হয়েছে। এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। |