দুর্গাপুরে বাস উল্টে মৃত ৬, আহত ২৫ |
বাস উল্টে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে ২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, আজ সকালে গুসকরা থেকে আসানসোল যাওয়ার পথে বুদবুদ থানার ধরলা মোড়ে একটি যাত্রীবোঝাই বাস উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ যাত্রীর, গুরুতর আহত ২৫ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, গুসকরা থেকে আসা বাসটি উল্টো দিক থেকে আসা একটি লরিকে কাটাতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় মানুষ আর পুলিশের সাহায্যে আহতদের স্থানীয় চিকিত্সাকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক যাত্রীদের বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
|
বোলপুরে ব্যাঙ্ক ডাকাতি, লুঠ প্রায় ৭৬ লক্ষ টাকা |
সাতসকালে বোলপুরের ব্যাস্ত এলাকার এলাহাবাদ ব্যাঙ্কের একটি শাখা থেকে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ব্যাঙ্ক খোলার পরেই ব্যাঙ্কে ঢুকে ভেতর থেকে তালা দিয়ে প্রায় ১০-১৫ মিনিট ধরে লুঠ পাট চালায় তিন দুষ্কৃতী। এর পর ব্যাঙ্কের দরজা বাইরে থেকে বন্ধ করে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ব্যাঙ্কে উপস্থিত কর্মচারীদের মত এবং প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুঠ হয়েছে প্রায় ৭৬ লক্ষ টাকা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |