সলমনের বিরুদ্ধে মামলা স্থগিত
নিজস্ব সংবাদদাতা • মুম্বই |
সলমনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাটি স্থগিত রাখার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। ২০০২ সালে গাড়ি চাপা দিয়ে কয়েক জন ফুটপাথবাসীকে মারার অভিযোগে সলমনের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা চলছে বেশ কয়েক বছর ধরেই। মামলাটির খুঁটিনাটি নিজস্ব ওয়েবসাইটে পোস্ট করছেন সলমন খান, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন সমাজকর্মী হেমন্ত পাটিল। ওই মামলার ভিত্তিতে সলমনকে নোটিসও পাঠায় ম্যাজিস্ট্রেট আদালত। এর বিরুদ্ধে হাইকোর্টে হাইকোর্টের দ্বারস্থ হন সলমনের আইনজীবী। তারই শুনানিতে সোমবার হাইকোর্টের বিচারপতি এম এল তাহলিয়ানি বলেন, দায়রা আদালতে বিচারাধীন কোনও মামলায় হস্তক্ষেপ করতে পারে না ম্যাজিস্ট্রেট আদালত। তাই তিনি মামলাটি স্থগিত রাখার নির্দেশ দেন।
|
|
দুই বোন |
মুম্বইয়ে একটি অনুষ্ঠানে করিনা ও করিশ্মা। ছবি: পিটিআই। |
|
|