বেজে উঠল প্রায় সওয়া দুশো বছরের পুরনো এই পাইপ অর্গ্যানটি। বাজালেন জনি। শনিবার, শহরের তৃতীয় প্রাচীনতম চার্চ সেন্ট জোন্সে।
২৪ অগস্ট কলকাতার জন্মদিন না হলেও এ দিনই চার্চে বসেছিল এক আলোচনাসভা, ‘জোব চার্নকের সঙ্গে চা’। ‘ইনটাক’ ও চার্চ
কর্তৃপক্ষ আয়োজিত ওই অনুষ্ঠানে এই শহরের সঙ্গে জোব চার্নকের সম্পর্ক ও শহরের ইতিহাসের নানা খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা
করেন
প্রসার ভারতী-র সিইও জহর সরকার। পরে চার্চ-সংগ্রহে সদ্য সংস্কার হওয়া তৈলচিত্রগুলির আবরণ উন্মোচনও করেন। ছবি: সুদীপ্ত ভৌমিক |