পরের পঞ্চায়েত ভোটে দেগঙ্গায় সিপিএমকে হারানোর জন্য তৃণমূলে যোগ দিলেন সেখানকার বহু কংগ্রেস নেতা-কর্মী। শনিবার চৌরাসি পঞ্চায়েতের জীবনপুর বাজারে একটি জনসভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। সেই সভাতেই প্রদেশ কংগ্রেস সদস্য সফর আলি, দেগঙ্গা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মিসকাতুন্নেসা-সহ ওই দলের নেতা-কর্মীরা তৃণমূলে যোগ দেন। এ বার ত্রিস্তর পঞ্চায়েত ভোটে দেগঙ্গায় ভাল ফল করেছে সিপিএম। সেই প্রসঙ্গ তুলে সফর আলি বলেন, “কংগ্রেস যদি সত্যিই সিপিএমকে হারানোর জন্য লড়ত, তা হলে আমাদের দল পাল্টাতে হত না। সিপিএমকে হারানোর জন্যই আমরা কংগ্রেস থেকে চার হাজার জন তৃণমূলে যোগ দিলাম।” সভামঞ্চ থেকে মুকুলবাবু সফর আলিকে দলের জেলা সংখ্যালঘু সেলের দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। তবে, দলের কর্মী-সমর্থকদের তৃণমূলে যোগ দেওয়াকে গুরুত্ব দেয়নি কংগ্রেস। ব্লক কংগ্রেস সভাপতি আব্দুল গনি দেওয়ান বলেন, “ক্ষমতালোভীরা দল ছেড়ে চলে গিয়েছে। এতে দলের কোনও ক্ষতি হবে না।”
|
সাংসারিক অশান্তির জেরে এক গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল বাসন্তী থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বাসন্তীর তিন নম্বর গরানবোস এলাকার বাসিন্দা কাকলি সর্দার (২৪) নামে ওই বধূকে আশঙ্কাজনক অবস্থায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে তিনি মারা যান। ওই দিনই তাঁর মা সুবলা দাস পুলিশের কাছে মেয়েকে হত্যার লিখিত অভিযোগ দায়ের করায় রাতে গ্রেফতার করা হয় কাকলির স্বামী কমল সর্দার এবং শাশুড়ি ঝরনা সর্দারকে। কাকলির শ্বশুর অভিযুক্ত অধীর সর্দার পলাতক। পুলিশ জানায়, জেরায় ধৃত কমল সর্দার স্ত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে দাবি করেছে। দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে বলে পুলিশ জানিয়েছে। শনিবার ধৃতদের আলিপুর আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন।
|
ঢালাইয়ের কাজ করার সময় বাঁশের ভারা ভেঙে নীচে পড়ে মৃত্যু হল এক রাজমিস্ত্রির। শনিবার বিকেলে ক্যানিংয়ের হাইস্কুল পাড়ায় ওই দুর্ঘটনায় মৃতের নাম কালো মোল্লা (৩৩)। বাড়ি ক্যানিংয়ের হাতমারিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইস্কুল পাড়ার একটি বাড়ির দোতলার জানলার কার্নিসে ঢালাইয়ের কাজ করছিলেন ওই যুবক। আচমকা কাঁচা ঢালাই তাঁর মাথায় খসে পড়ে। তার পরেই ওই দুর্ঘটনা। ঢালাইয়ের রড তাঁর মাথায় ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তিনি মারা যান।
|
পুলিশকর্মীদের মারধর এবং তাঁদের গাড়ি ভাঙচুর করে আসামি ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে হাড়োয়ার আটপুকুর গ্রাম থেকে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, শনিবার বিকেল পর্যন্ত অজেত গাজি ওরফে ঢালি নামে ওই আসামির খোঁজ মেলেনি। তাঁর সন্ধানে শনিবার উত্তর ২৪ পরগনার অতিরিক্ত এসপি ভাস্কর বন্দ্যোপাধ্যায় এবং এসডিপিও (বসিরহাট) অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তল্লাশি চালানো হয়। ২০০৮ সালে আটপুকুরের সিপিএম নেতা আলাউদ্দিন মোল্লা খুনের ঘটনায় অভিযুক্ত ওই তৃণমূল কর্মী। শুক্রবার তাঁকে গ্রেফতার করে গাড়িতে তোলার সময়ে গ্রামবাসীদের হাতে আক্রান্ত হয় পুলিশ।
|
ব্যারাকপুর কোর্ট সংলগ্ন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের ভিতরে বসে নেশা করার অপরাধে সাত বাসকর্মীকে গ্রেফতার করেছিল পুলিশ। শুক্রবার রাতের সেই ঘটনার প্রতিবাদে শনিবার দিনভর পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রেখে বিক্ষোভ দেখান বাসকর্মীরা। ওই রুটগুলির মধ্যে দু’টি কলকাতা, বাকিগুলি বারাসত, কাঁচরাপাড়া, হাবড়া পর্যন্ত। এর জেরে ভুগতে হয় যাত্রীদের। সকালে অফিসে যাওয়া থেকে রাতে বাড়ি ফেরা দু’বেলাই হেনস্থা হতে হয় তাঁদের। পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে ব্যারাকপুরের ওই বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে বসে নেশা করছিলেন সাত জন বাসকর্মী। সেই সময় তাঁদের হাতেনাতে ধরা হয়। এর প্রতিবাদেই শনিবার বিক্ষোভ।
|
বিজেপি সমর্থক হওয়ার ‘অপরাধে’ সন্দেশখালির বৌঠাকুরানি গ্রামে তিন মহিলা-সহ চার জনকে মারধরের অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। শুক্রবার ওই ঘটনার সময়ে মহিলাদের শ্লীলতাহানিও করা হয় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। |