আজকের শিরোনাম
মুম্বই গণধর্ষণ কাণ্ডে ধৃত ৫ অভিযুক্তই
মুম্বই গণধর্ষণ কাণ্ডে চতুর্থ ও পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। গত রাতে দক্ষিণ মুম্বই থেকে কাশিম বাঙালি নামে চতুর্থ অভিযুক্তকে আটকের পর আজ দিল্লি থেকে পঞ্চম অভিযুক্ত সেলিম আনসারিকে ধরা হয়। এর আগেই ধরা পড়েছিল ঘটনায় অভিযুক্ত চাঁদ বাবু, বিজয় যাদব ও সিরাজ রহমান। মুম্বইয়ের শিক্ষানবিশ তরুণী চিত্রসাংবাদিককে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের মধ্যে কাশিমের বয়স সবচেয়ে বেশি। অভিযোগ, কাশিমই ওই তরুণীকে দু’বার ধর্ষণ করে। এই ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখাকে। দায়িত্ব পাওয়ার পর আজ ধৃতদের নিজেদের হেফাজতে নিয়েছে অপরাধ দমন শাখা। ওই দু’জনকে ৩০ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে দাদরের আদালত।

বিশ্ব হিন্দু পরিষদের পরিক্রমাযাত্রা নিয়ে উত্তেজনা
রামমন্দিরের দাবিতে আজ সকাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের পরিক্রমা যাত্রা নিয়ে চাপা উত্তেজনা অযোধ্যায়। উত্তরপ্রদেশ সরকারের অনুমতি না-মিললেও এই যাত্রা শুরুতে নিজেদের অবস্থানে অনড় তারা। আজ থেকে আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এই পরিক্রমার পরিকল্পনা রয়েছে ভিএইচপি। অযোধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তারা। কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে ইতিমধ্যেই এই যাত্রা রুখতে সমস্ত রকমের ব্যবস্থা নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। অযোধ্যা থেকে ভিএইচপি-র শীর্ষস্থানীয় নেতা প্রবীণ তোগাড়িয়া, বিজেপি-র বিধায়ক রামচন্দ্র যাদব ও প্রাক্তন সাংসদ রামবিলাস বেদান্তি-সহ এখনও পর্যন্ত ভিএইচপি-র প্রায় পাঁচশো জনকে আটক করেছে রাজ্য সরকার। এমনকি, বিজেপি-র বরিষ্ঠ নেতা অশোক সিংহলকে লখনউ বিমানবন্দর থেকে আটক করা হয়। তাঁকে দিল্লি ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। অপর দিকে, কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে অযোধ্যা ও তার আশেপাশের অঞ্চলকে।

মহিলাদের তিরন্দাজি বিশ্বকাপে সোনা ভারতের
তিরন্দাজি বিশ্বকাপে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতল ভারতীয় মহিলা দল। পোল্যান্ডে অনুষ্ঠিত তিরন্দাজির রিকার্ভ বিভাগের রবিবাসরীয় ফাইনালে কঠিন লড়াইয়ের মুখোমুখি হলেও শেষ পর্যন্ত সোনার জয় ছিনিয়ে নেন ভারত। দক্ষিণ কোরিয়াকে ২১০-২০৫ ফলাফলে হারিয়ে শেষ হাসি হাসেন ভারতের দীপিকা কুমারী, লাইশরাম বোম্বাইলা দেবী ও রিমিল বুড়িয়ারা। এই প্রতিযোগিতায় ষষ্ঠ বাছাই ভারতীয় মহিলা দল শীর্ষ বাছাই দঃ কোরিয়াকে হারানোর সঙ্গে সঙ্গেই গতবারের বিশ্বসেরা হওয়ার রেকর্ডের পুনরাবৃত্তি হল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.