মহারানি কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহারাজা মণীন্দ্রচন্দ্র নন্দীর মূর্তি ও ওয়াই এম এ মাঠে রামকৃষ্ণ পরমহংসের মূর্তি স্থাপন করল বহরমপুর পুরসভা। এই দিনের অনুষ্ঠানে মূর্তির আবরণ উন্মোচন করেন রেলের প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। কাশীশ্বরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা মণীন্দ্রচন্দ্র নন্দীর জীবন ও কর্ম নিয়ে একটি নৃত্য-গীতি আলেখ্য পরিবেশন করেন। ওয়াই এম এ মাঠে গত বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র ছাড়াও কলকাতার ‘দোহার’ ও বহরমপুর ইয়ুথ কয়্যার। পুরসভার পক্ষ থেকে বিজয়ী পুজো কমিটি গুলোর কর্তাদের হাতে ২০১২ সালের শারদ সম্মান তুলে দেওয়া হয়। রবীন্দ্রসদনের সামনে আড্ডাস্থল ‘সাংস্কৃতিক অঙ্গন’-এর উদ্বোধন করেন অধীর চৌধুরী।
|
মুর্শিদাবাদ জেলা তথ্য ও সংস্কৃতি দফতর ও কৃষ্ণনাথ কলেজের যৌথ উদ্যোগে গত ২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস পালন করা হয়। রবীন্দ্রনাথের বাউল অঙ্গের গান, আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ছাত্রছাত্রীরা। কলেজের ফিজিক্স থিয়েটার হলের ওই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের উপর আলোচনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়। ওই দিন সন্ধ্যায় রবীন্দ্রসদনের মুক্ত মঞ্চে ২৮টি সংস্থার সদস্যসদস্যারা রবীন্দ্রসংগীত ও আবৃত্তি পরিবেশন করেন।
|
বহরমপুর শহরের রাস্তায় আবৃত্তি করে কবি সুকান্ত ভট্টাচার্যের ৮৬তম জন্মবার্ষিকী পালন করলবাচিক শিল্পের ৪টি সংস্থা। গত শুক্রবার বিকালে শহরের সৈয়দাবাদ এলাকায় ভাগীরথীর তীরে কবি কাজি নজরুল ইসলাম সরণিতে ওই অনুষ্ঠান হয়। আয়োজক সংস্থা ‘বাচনিক’ ছাড়াও সেখানে যোগদান করেন ‘রূপকথা’, ‘সবুজ সংঘ’ ও ‘সগীত বিদ্যাপীঠ’-এর সদস্যসদস্যারা।
|
|
ছাঁট যেন না লাগে। কৃষ্ণনগরে সুদীপ ভট্টাচার্যের তোলা ছবি। |
|
লালগোলার দানবীর মহারাজা রাও যোগীন্দ্রনারায়ণ রায়ের ৬৮তম প্রয়ান দিবস পালন করা হয় শৈলজা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে। ওই স্কুল ভবনটিই একদা মহারাজা বাসভবন ছিল। ওই দিনের অনুষ্ঠানে দানবীর মহারাজার জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক শক্তিনাথ ঝা ও অধ্যাপক মধু মিত্র। ওই সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক রমেশচন্দ্র রায়।
|
নবদ্বীপ ভাতৃসংঘের ৩৮তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত ১৩-১৫ অগস্ট ৩ দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। গল্প বলা, আবৃত্তি, আঁকা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরিবেশন দূষণ ও জলাভূমি সংরক্ষণ বিষয়ে ছিল আলোচনা চক্র ও প্রীতি ফুটবল ম্যাচ।
|
বাচিক শিল্পীদের সংস্থা ‘আড্ডা’ রবিবার সন্ধ্যায় তিনটি শ্রুতি নাটক পরিবেশন করে। ‘আতঙ্কের একটি স্মৃতি সন্ধ্যা’ শীর্ষক ওই অনুষ্ঠানে সত্যজিত রায়, স্বপন গঙ্গোপাধ্যায় এবং দীপঙ্কর ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে রচিত ওই শ্রুতি নাটক তিনটি। বকুলতলা প্রাক্তনী ভবনে ওই তিনটি নাটকই মঞ্চস্থ হয়।
|
|
গির্জাপাড়ায় উত্তরাখণ্ড। ঝুলনের ছবিটি তুলেছেন গৌতম প্রামাণিক। |
|