শুকিয়ে নষ্ট ৪০০ চারা
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে বিলি করার জন্য কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ ওয়ার্কাস হিন্দি হাইস্কুলে পাঠানো সাড়ে চারশো চারা গাছ শুকিয়ে নষ্ট হয়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত জুলাই মাসে অরণ্য সপ্তাহে বিলি করার জন্য শাল, সেগুন, কৃষ্ণচূড়ার মতো গাছের চারা বন দফতরের পৗক্ষ থেকে স্কুলে পাঠানো হয়। চারাগুলিকে বিলি না করে স্কুলের একটি ঘরে রেখে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। সেই কারণেই সেগুলি শুকিয়ে গিয়ে মরে গিয়েছে বলে পরিবেশ প্রেমীদের দাবি। ঘটনার কথা শুনে উদ্বেগ প্রকাশ করে বনমন্ত্রী হিতেন বর্মন বলেছেন, “কার গাফিলতিতে এই ঘটনা হল সেটা দেখে নিশ্চই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” স্কুল সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জুলাই বন দফতর চারাগুলি পাঠানোর পর দিন থেকে স্কুলে প্রধান শিক্ষক না থাকায় সে সব বিলি করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে বাসিন্দাদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ওই চারাগাছগুলি নষ্ট হয়ে গিয়েছে। প্রধান শিক্ষক ওম প্রকাশ সিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বন দফতরের উপরেই দায় চাপিয়েছেন। তাঁর পাল্টা অভিযোগ, “চারাগাছগুলি পাঠিয়ে দায় সেরেছে বন দফতর। গাছগুলি কী ভাবে বিলি করতে হবে সে বিষয়ে দফতর কিছু জানায়নি।”
|
চারাপোনা ছাড়া হল পূর্বস্থলীতে
নিজস্ব সংবাদদাতা • পূর্বস্থলী |
জেলা মৎস্য দফতরের উদ্যোগে সম্প্রতি ৬ হাজার চারাপোনা ছাড়া হল পূর্বস্থলীর শ্রীরামপুর পঞ্চায়েতের বিদ্যানগর গয়ারাম দাস উচ্চ বিদ্যালয় লাগোয়া একটি পুকুরে। মৎস্য দফতর সূত্রে জানা গিয়েছে, চুনো মাছের জোগান বৃদ্ধির জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মৎস্য দফতর জানিয়েছে, চুনো মাছ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির জন্য পূর্বস্থলী বাগদহ বিলে টানা এক দশক ধরে হয়ে চলেছে খালবিল উৎসব। আয়োজন করেন পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ। নিজের এলাকায় চুনোমাছের একটি উৎপাদন কেন্দ্র তৈরি করতে আগ্রহ দেখান স্বপনবাবু। বছর দু’য়েক আগে রাজ্যের মৎস্য দফতরের কাছে আবেদনও জানান তিনি। মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহকে স্বপনবাবু জানান, চারাপোনা উৎপাদনের জন্য পুকুর দিতে ইচ্ছুক বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যালয়। পুকুরটি দেখেও যান চন্দ্রনাথবাবু। এর পর পুকুরটি সংস্কার করে চুনোমাছ উৎপাদন কেন্দ্র করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। স্বপনবাবু বলেন, “ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ তাঁদের পুকুরটি উৎপাদন কেন্দ্র হিসেবে তৈরি করার ব্যাপারে মৎস্য দফতরকে লিখিত ভাবে জানিয়ে দিয়েছে।” এ বারের মাছ ছাড়ার অনুষ্ঠানে স্বপনবাবু ছাড়াও ছিলেন মৎস্য দফতরের প্রাক্তন যুগ্ম ডিরেক্টর গৌতম সরকার-সহ জেলা মৎস্য দফতরের কয়েক জন আধিকারিক।
|
সাপের ছোবলে মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
সাপের ছোবলে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালের ঘটনা। মৃতের নাম ভাস্কর ধারা (৬২)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে খণ্ডঘোষের চক পাড়ার বাসিন্দা ভাস্করবাবু ও তাঁর স্ত্রী লক্ষ্মী ধারা মাটির ঘরে শুয়েছিলেন। সেই সময় সাপ ছোবল দেয় ভাস্করবাবুর ডান হাতে ও লক্ষ্মীদেবীর কপালে। মঙ্গলবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় ভাস্করবাবুর। লক্ষ্মীদেবী ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন।
|
দূষণ নিয়ে সভা
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
ফ্লাই অ্যাশ ব্রিক অ্যান্ড ব্লক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রন পর্ষদের সহযোগিতায় দূষণ নিয়ে একটি আলোচনা সভা হয়ে গেল রানিগঞ্জে। মঙ্গলবার ফ্লাই অ্যাশ থেকে তৈরি ইট কতটা পরিবেশ বান্ধব তা নিয়ে দূষণ নিয়ন্ত্রন পর্ষদের প্রতিনিধিরা আলোচনা করেন। পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম থেকেও ওই অ্যাসোসিয়েশনের অনেকে এই সভায় যোগ দিয়েছিলেন।
|
জল সংরক্ষণে প্রচার
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জল সংরক্ষণের জন্য সারা শহরে প্রচার শুরু করেছে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের (ন্যাফ) সদস্যরা। ইতিমধ্যে তাঁরা শিলিগুড়ি পুরসভায় মেয়র পারিষদ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে আলোচনা করেছেন। মঙ্গলবার থেকে স্কুলভিত্তিক সচেতনতা মূলক প্রচারের কাজ শুরু করেছেন ন্যাফের সদস্যরা। এদিন নীলনলিনী স্কুলের নবম ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের নিয়ে প্রায় দু’ঘন্টার একটি আলোচনা সভা হয়।
|
বিশ্ব উষ্ণায়ন রুখতে সচেতনতামূলক অভিযানে শুরু করেছে কালিয়াগঞ্জ ব্লকের বিএসএফের ১৪০ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। মঙ্গলবার কালিয়াগঞ্জের সীমান্ত এলাকার বাসিন্দা ৭৫ জন পড়ুয়া ও যুবকদের নিয়ে জওয়ানরা কালিয়াগঞ্জ স্টেশন থেকে রাধিকাপুর পর্যন্ত লোমিটার সাইকেল র্যালি করেন। |