আগামিকাল দুপুর পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাল আবহাওয়া দফতর |
ধর্মতলার মোড়ে শুভাশিস ভট্টাচার্যের তোলা ছবি। |
গত পরশু রাত থেকে অঝোর ধারার বর্ষণে নাভিশ্বাস উঠেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গের। যে নিম্নচাপের জেরে এই বৃষ্টি, তার অবস্থান এখন বাঁকুড়ায়। কিন্তু শহর থেকে দূরে সরে গেলেও নিম্নচাপের প্রভাবে বর্ষার দাপট আরও ২৪ ঘণ্টা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। আর তার জেরে কলকাতা শহরের বেশির ভাগ রাস্তাই জলমগ্ন। জল জমে গিয়েছে কিছু নিচু এলাকাতেও। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি নদীর জলস্তরও বেড়েছে। একই সঙ্গে বাড়ছে বন্যার আশঙ্কা। তবে নিম্নচাপটি ওড়িশা-ঝাড়খণ্ডের দিকে ঘুরে গেলেও তার প্রভাবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কাল দুপুর পর্যন্ত বেশ ভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শহরের রাস্তায় গাড়ির সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কম। যে গাড়িগুলি চলাচল করছে তাদের গতিও বেশ শ্লথ। কাজেই অফিসযাত্রী থেকে স্কুল পড়ুয়া— সকলেই অসুবিধায় পড়েছেন। সেন্ট্রাল অ্যাভিনিউ হোক হাওড়া স্টেশন— সর্বত্রই খালি জল। তবে জল জমার কারণে এখনও ট্রেন চলাচল বন্ধের কোনও খবর পাওয়া যায়নি। |