চিতাবাঘের দেহ
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্সের বিচ চা বাগানের নালা থেকে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেহ। সোমবার বিকালে কালচিনি ব্লকের বিচ চা বাগানের স্থানীয় চা শ্রমিকের ৩ নম্বর সেকশনে মৃতদেহটি দেখতে পান। ঘটনাস্থলে যান বন্যপ্রান-৩ বিভাগের নীলপাড়া রেঞ্জের বনকর্মীরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে দেহটি তিন-চার দিনের পুরানো। বন্যপ্রাণ-৩ বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর জানান, দেহটিতে পচন শুরু হওয়ায় তা পুরুষ না স্ত্রী তা জানা সম্ভব হয়নি। আজ, মঙ্গলবার সকালে মাদারিহাট রেসকিউ সেন্টারে দেহটি ময়নাতদন্ত হবে। |
সাপের ছোবলে স্বাস্থ্যকর্মীর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
সাপের ছোবলে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। সোমবার চোপড়ার লালুগছ উপ স্বাস্থ্যকেন্দ্রে ঘটনাটি ঘটেছে। মৃত ওই স্বাস্থ্যকর্মীর নাম পাপিয়া দাস (৩৫)। তাঁর বাড়ি দাসপাড়া এলাকায়। স্বামী ও দুই ছেলের সঙ্গে শিলিগুড়ির বাগডোগরাতে থাকতেন। গত ৮ বছর চোপড়ার ওই স্বাস্থ্যকেন্দ্রে এএনএম হিসেবে কর্মরত ছিলেন। কাজে যোগ দিয়ে নিজের টেবিলে বসেই কাজ করছিলেন পাপিয়া দেবী। সেই সময় গোখরো তাঁর ডান পায়ে ছোবল দেয়। চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। |
গুয়াহাটি চিড়িয়াখানার এই বাসিন্দার জন্য জামনগরের পিটার স্কট জাতীয় উদ্যান থেকে আনা
হবে ৮টি কৃষ্ণসার হরিণ। ডিএফও চন্দন বরা এ কথা জানিয়েছেন। ছবি: রাজীবাক্ষ রক্ষিত
|
গড়িয়ার এক বাগানে বেনেবউ। ছবি: রাজীব বসু |