প্রতি বছরের মতো বিদেশি ছবিতে নয়, প্রথা ভেঙে এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনার চেষ্টা হচ্ছে প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘সানগ্লাস’ ছবিটি দিয়ে। ঋতুপর্ণের মৃত্যুর পরে প্রথম কলকাতা চলচ্চিত্র উৎসবে এ ভাবেই পরিচালককে শ্রদ্ধা জানাতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঋতুপর্ণের এই ছবিটি এখনও মুক্তি পায়নি।
সোমবার মহাকরণে মুখ্যমন্ত্রীর ঘরে বৈঠকে বসে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি। সেখানেই এই সিদ্ধান্ত হয়েছে। মমতার মতে, ঋতুপর্ণের ছবি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ফলে তাঁর ছবি দিয়ে উৎসবের সূচনা হতেই পারে। ছবিটি প্ল্যানম্যান প্রোডাকশন্স নাকি ওয়ার্নার ব্রাদার্সের হাতে রয়েছে, তা নিয়ে খোঁজখবর করে বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীকান্ত মোহতা এবং শিবাজী পাঁজাকে। |
‘কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটি’র বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর ঘর থেকে বেরোচ্ছেন
(বাঁ দিক থেকে) সন্দীপ রায়,
রাজ চক্রবর্তী, দীপঙ্কর দে, দেবশ্রী রায়, রঞ্জিত মল্লিক,
সন্ধ্যা রায়, ইন্দ্রাণী হালদার,
অরূপ বিশ্বাস,
প্রভাত রায় ও হরনাথ চক্রবর্তী।
সোমবার, মহাকরণে। ছবি: সুদীপ আচার্য। |
বৈঠকে ঠিক হয়েছে, আগামী ১০ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই উৎসবকে করে তোলা হবে আরও বর্ণাঢ্য, জমকালো এবং জনমুখী। উৎসবে বলিউড, টলিউড এবং চেন্নাই ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের এক ত্রিবেণী সঙ্গম করে তোলার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খান, অমিতাভ বচ্চনের পাশাপাশি তাই কমল হাসানকেও উৎসবে আনার ভাবনা রয়েছে। পরিকল্পনা রয়েছে আগামী বছর থেকে বিদেশি চলচ্চিত্র উৎসবগুলির মতো এ উৎসবকে প্রতিযোগিতামূলক করে তোলারও। এ বারের উৎসবেই প্রথম শুরু হচ্ছে সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা। থাকবে ঋতুপর্ণের ছবি নিয়ে রেট্রোস্পেক্টিভও।
|
|
|
মুম্বইয়ে এক অনুষ্ঠানে ঐশ্বর্যা রাই বচ্চন। সোমবার। ছবি: এএফপি। |
|
|