ছোট্ট রিকু রাত হলেই আকাশের দিকে তাকিয়ে থাকে। কারণ তার বাবা তাকে বলছে ওই আকাশেই তার মা তারা হয়ে রয়েছেন। রিকু পছন্দের একটা তারা বেছে তার নামও দিয়েছে মায়ের নামে। এখন ওই তারাই রিকুর সব থেকে কাছের বন্ধু। রিকুর মতো অনেকেই আছেন যাঁরা তাদের প্রিয়জনের নামে তারার নাম রেখেছেন। মনে মনে। কিন্তু এ বার বাস্তবেও আপনি আপনার কাছের মানুষের নামে নামকরণ করতে পারেন সদ্য আবিষ্কৃত কোনও গ্রহ, উপগ্রহ বা সেগুলি যে নক্ষত্র ঘিরে ঘুরছে, তাদের। “আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ)” নামের সংস্থা আপনাকে এই সুযোগ দিচ্ছে। প্যারিসে ওই সংস্থার মূল অফিস। ভারত-সহ ৯০টি দেশের প্রায় ১১ হাজার সদস্য এই সংস্থার সদস্য। ওই সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েকটি নিয়ম মেনে চলতে হবে নামকরণ করার সময়ে। প্রথমত ১৬ বা তার থেকে কম অক্ষরের হতে হবে ওই নাম। দ্বিতীয়ত নাম এক শব্দের হলেই ভাল। তৃতীয়ত খুব সহজে উচ্চারণ করা যাবে। চতুর্থত ওই নামের মানে কোনও সম্প্রদায়ের কাছে অশ্লীল বা অসম্মানজনক যেন না হয়। তবে কোনও পোষ্য বা সংস্থার নামে নামকরণ করা যাবে না। ইতিমধ্যেই ওই নামের কোনও মহাজাগতিক বস্তু রয়েছে এমন নামে বা তার কাছাকাছি নামেও করা যাবে না নামকরণ। এই নিয়ম মেনে চললেই যে কেউ ওই সংস্থায় নাম পাঠাতে পারেন। ঠিকানা iaupublic@iap.fr প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। এর মধ্যেই প্লুটোর একটি সদ্য আবিষ্কৃত উপগ্রহের নাম রাখা হয়েছে স্টার ট্রেক খ্যাত ‘ভালকান’-এর নামে। এ বার আপনার পালা। অন্য গ্রহে জমি কেনার ক্ষমতা নেই। অথবা কোটি কোটি ডলার খরচ করে মহাকাশে বেড়াতে যাওয়ার সামর্থ্য নেই। কিন্তু গোটা একটা গ্রহ বা নক্ষত্রকে লোকে আপনার দেওয়া নামে ডাকবে এটাই বা কম কী। আকাশের কোণে জ্বলজ্বল করবে আপনারই কোনও প্রিয়জনের স্মৃতি। অমর হয়ে। |