বোর্ড গঠনে হাত মেলাল তৃণমূল ও সিপিএম। মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার বিধানসভা কেন্দ্রেই বালিয়া গ্রাম পঞ্চায়েতের ১৭ সদস্যের মধ্যে সিপিএমের ৫ এবং তৃণমূলের ৪ জন মিলে গড়া বোর্ডের প্রধান হয়েছেন সিপিএমের মধুসুদন দাস ও উপ-প্রধান হয়েছেন তৃণমূলের পিটার হাঁসদা। সাগরদিঘির পাটকেলডাঙাতেও ১৯ সদস্যের মধ্যে তৃণমূলের ৮ এবং সিপিএমের ২ জন মিলে গড়া বোর্ডের প্রধান হয়েছেন তৃণমূলের আরিহা আসজা বেগম। উপ-প্রধানও তৃণমূলের। সুতি ১ ব্লকের আহিরণে তৃণমূলের ৫ জন এবং কংগ্রেসের ৪ জন মিলে বোর্ড গড়েছে। প্রধান হয়েছেন তৃণমূলের কাজল রায়। সাগরদিঘিতেই মণিগ্রামে কংগ্রেসের ৮ এবং সিপিএমের ৩ জন মিলে গড়া বোর্ডের প্রধান সিপিএমের দেবাশিস সরকার। বোখরা ২ পঞ্চায়েতে সিপিএমের ৫ এবং কংগ্রেসের ২ জন মিলে গড়া বোর্ডের প্রধান হয়েছেন সিপিএমের, উপপ্রধান কংগ্রেসের। সাগরদিঘিতে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল বোর্ড গড়ায় অস্বস্তিতে পড়ছেন মন্ত্রী সুব্রত সাহা। তিনি বলেন, “সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে বোর্ড গড়ছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল।”
|
কাকাকে পিটিয়ে মারার অভিযোগ উঠল ভাইপোর বিরুদ্ধে। মৃতের নাম ফুলবাস শেখ (৪৫)। মুর্শিদাবাদের কান্দির মোহনবাগান এলাকায় শনিবারের ঘটনা। |