১৯ ও ২০ অগস্ট বাস ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বাস মালিক সংগঠনগুলি। ভাড়া বৃদ্ধির দাবিতে এই দু’দিন বাস ধর্মঘটের ডাক দিয়েছিল বেসরকারি বাস মালিকেরা। আজ পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট পিছিয়ে দেওয়ার কথা জানালেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক। বৈঠক শেষে তিনি জানালেন পরিবহন মন্ত্রীর আশ্বাসেই ধর্মঘট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
|
দাউদ ঘনিষ্ঠ লস্কর নেতা ধৃত |
অবশেষে পুলিশের জালে ধরা দিল শীর্ষ লস্কর নেতা আবদুল করিম টুন্ডা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ভারত-নেপাল সীমান্ত থেকে টুন্ডাকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। প্রশাসন সূত্রে খবর, প্রায় দু’দশক ধরে ভারতে মোস্ট ওয়ান্টেডে তালিকার শীর্ষ স্থানে ছিল লস্কর-ই-তৈবার এই বোমা বিশেষজ্ঞ। ১৯৯৬-৯৮ উত্তর ভারতে একাধিক বিস্ফোরণের ঘটনার মূল চক্রী এই টুন্ডা। দিল্লি ও লাগোয়া অঞ্চলে অন্তত ৪০টি বিস্ফোরণের ঘটনাতেও টুন্ডার নাম জড়িত আছে বলে জানিয়েছে পুলিশ। মুম্বই হামলায় পাকিস্তানকে পাঠানো অভিযুক্তদের তালিকায় ১৫ নম্বরে রয়েছে টুন্ডার নাম। দীর্ঘদিন ধরেই টুন্ডা দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ ছিল বল খবর। জৈশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর সঙ্গেও টুন্ডার যোগসূত্র আছে বলে জানিয়েছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, উত্তরপ্রদেশের বাসিন্দা টুন্ডা পাকিস্তানে গিয়ে বিস্ফোরণ নিয়ে বিশেষ প্রশিক্ষণ নেয়। এরপর পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়ে রহিঙ্গা গোষ্ঠীর যুবকদের সন্ত্রাস নিয়ে প্রশিক্ষণ দেয়। কয়েক বছর আগে বাংলাদেশে টুন্ডাকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। আজ তাকে দিল্লি আদালতে তোলা হবে।
|