কেশিয়ারিতে তৃণমূল কর্মী খুন |
পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহত কর্মীর নাম পূর্ণ গিরি। আজ সকাল বেলায় কেশিয়ারির বাঘাস্থিতে রাস্তার ধারে একটি খালের পাশ থেকে পূর্ণবাবুর মৃতদেহ উদ্ধার করা হয়। সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদানের কারণেই এই খুন বলে অভিযোগ নিহতের পরিবারের। এলাকার বাসিন্দারা জানিয়েছেন গত বিধানসভা নির্বাচনে পূর্ণবাবু সিপিএমের সমর্থক ছিলেন। কিন্তু এই বছর পঞ্চায়েত ভোটের সময় তিনি তৃণমূলে যোগদান করেন। এলাকার সিপিএমের সাধারণ সম্পাদক ভুবন গিরি জানিয়েছেন গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই সম্ভবত পূর্ণবাবুকে খুন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
|
ফের র্যাগিং, রাজ্য ছাড়ল ২ ছাত্র |
সিনিয়র দাদাদের র্যাগিং-এর জেরে রাজ্য ছাড়ার সিদ্ধান্ত নিল তারাতলা মেরিন ইনস্টিটিউটের দু’জন ছাত্র। আজ সকালে তারাতলা থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রের পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে, গত ৭ অগস্ট উত্তরপ্রদেশ ও দেহরাদূনের এই দুই ছাত্র তারাতলা মেরিন ইনস্টিটিউটে ভর্তি হন। এরপর থেকেই নানাভাবে তাদের হেনস্থা করা হত বলে অভিযোগ জানিয়েছে তারা। কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাদের। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
|
বিমানে মহিলার শ্লীলতাহানি |
চলন্ত বিমানের মধ্যে এক বিদেশিনীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ১টা নাগাদ থাই এয়ারলাইন্সের একটি বিমানে এক বিদেশী মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন নারায়ণ সিংহ নামে এক যাত্রী। বিমানটি ব্যাঙ্কক থেকে কলকাতায় আসছিল। কলকাতা বিমানবন্দরে অবতরণের পর ম্যানেজারের কাছে অভিযোগ জানান ওই মহিলা। অভিযুক্তকে বিমানবন্দরেই আটক করে রাখা হয়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। আজ তাকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। |