উত্তরবঙ্গের বনধ চিত্র
জনতা কার্ফুতে বাজার বন্ধ। ঝোপ-জঙ্গল থেকে সংগ্রহ করা শাকপাতাই ভরসা।
কার্শিয়াঙে সুনসান রাস্তায় তা নিয়ে ফিরছেন বাসিন্দারা।

গাড়িধুরা ফাঁড়ি থেকে সরকারি রেশন সামগ্রী সংগ্রহে ভিড় পাহাড়বাসীর। ছবি: বিশ্বরূপ বসাক।

শিলিগুড়ি থেকে রওনা হয়ে দার্জিলিং পৌঁছল এনবিএসটিসি’র একটি বাস। বুধবার তোলা নিজস্ব চিত্র।

জনতা কার্ফু চলছে কার্শিয়াঙে। ভেঙে পড়েছে শহরের সাফাই পরিষেবা। বুধবার তোলা নিজস্ব চিত্র।

বিনা অনুমতিতে ভারত-ভুটান সীমান্ত শহর জয়গাঁয় মিছিলের অভিযোগ উঠল মোর্চার বিরুদ্ধে। বুধবার
দুপুর সাড়ে তিনটে নাগাদ জয়গাঁর মঙ্গলাবাড়ি এলাকা থেকে তাঁরা গোর্খাল্যান্ডের দাবিতে মৌন মিছিল করেন।
মঙ্গলবার বিনা অনুমতিতে মোমবাতি মিছিল করায় ৩০০ মোর্চা সমর্থককে গ্রেফতার করে পুলিশ। রাতেই তাঁদের
ব্যক্তিগত জামিনে ছাড়া হয়। এ দিনও মিছিলের অনুমতি ছিল না বলে পুলিশ জানিয়েছে। ভুটান গেটে
যানজট হওয়ায় ফুন্টশেলিং শহরে যানবহন আধঘন্টা দাঁড়িয়ে থাকে। ছবি: নারায়ণ দে।


অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.