আজকের শিরোনাম
সীমান্তে গুলির লড়াই অব্যাহত

বিগত কিছুদিন ধরেই ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। কারণ সীমান্তের ওপার থেকে মাঝেমধ্যেই গুলিবৃষ্টি হচ্ছে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে। যুদ্ধবিরোতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে বারবার এই হামলা তথা পাক সেনাদের অতিসক্রিয়তা চিন্তা বাড়িয়েছে ভারতীয় সেনা শিবিরে। ইদানিংয়ের বেশ কয়েকটি ঘটনায় নিন্দার মুখে পড়তে হয় পাকিস্তানকে। কিন্তু সীমান্তের ওপার থেকে গুলির হামলা অব্যাহত। সেনা সূত্রে খবর, আজ সকালে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী সাম্বা জেলায় ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালায় পাক সেনারা। পাকিস্তানের আসরফ পোস্ট থেকে সাম্বায় সীমান্তে টহলরত বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা। গুলির পাল্টা জবাব দেয় বিএসএফ জওয়ানরাও। শেষ চার দিনে এই নিয়ে আটবার যুদ্ধবিরোতি লঙ্ঘন করেছে পাক সেনারা। ঘটনার জেরে সীমান্তে সেনা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ইশরাত জহান মামলা: আইপিএস পিপি পান্ডের আত্মসমর্পণ
অবশেষে আত্মসমর্পণ। গতকাল দেশের সর্বোচ্চ আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করার পর আজ সিবিআই আদালতে আত্মসমর্পণ করেন ইশরাত জহান হত্যা মামলার অন্যতম অভিযুক্ত আইপিএস অফিসার পি পি পান্ডে। বেশ কিছুদিন ধরেই অসুস্থতা-সহ নানা কারণে একাধিকবার জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু শেষরক্ষা হল না। ২০০৪ সালের এই ঘটনায় গুজরাত পুলিশ দাবি করেছিল, গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুন করার পরিকল্পনা করেছিল ইশরাত আর তার বন্ধুরা। ওরা লস্কর জঙ্গি। আমদাবাদের রাস্তায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে মারা গিয়েছে চার জন। ঘটনার নয় বছর পরে সিবিআই গুজরাতের অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেটের আদালতে ইশরাত জহান মামলার চার্জশিট পেশ করে জানায়, ঠান্ডা মাথায় ওই চার তরুণ-তরুণীকে হত্যা করেছিল গুজরাত পুলিশ। এর পরই একে একে উঠে আসে এই ঘটনায় জড়িত আইপিএস ডি জি বানজারা, এডিজি পি পি পাণ্ডে-সহ মোট সাত জন পুলিশ অফিসারের নাম। এই মামলায় সিবিআই-এর পরবর্তী পদক্ষেপ কী হবে তা জানতে মুখিয়ে ইশরাতের পরিবার-সহ গোটা দেশের অশংখ্য মানুষ।

কোতোয়ালিতে উদ্ধার পুরনো অস্ত্র ভান্ডার
পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালির সুন্দরলোটা জঙ্গলে খোঁজ মিলল পুরনো অস্ত্র ভান্ডারের। পুলিশ সূত্রে খবর, আজ সকালে যৌথবাহিনী কোতোয়ালির সুন্দরলোটা জঙ্গলে অভিযান চালায়। মাটি খুঁড়ে উদ্ধার হয় একটি এসএলআর রাইফেল, একটি মাইন, দু’টি ফ্ল্যাসগান, চারটি ডিটোনেটর-সহ বেশ কিছু পরিমান বিস্ফোরক। পুলিশের প্রাথমিক অনুমান, মাওবাদীরাই এই অস্ত্র সুন্দরলোটা জঙ্গলে মজুত করেছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.