কর্মীদের মনোবল বাড়াতে সভা
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
তৃণমূলের পর এ বার কংগ্রেস। আসন্ন পুর নির্বাচনের কথা মাথায় রেখে কর্মী-সমর্থকদের মনোবল বাড়াতে সোমবার সকালে দুবরাজপুর ধর্মশালা সভাকক্ষে একটি কর্মিসভা করে কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, দুবরাজপুর ব্লকর সভাপতি অরুণ চক্রবর্তী এবং ভাঙনের মুখে দলে থেকে যাওয়া একমাত্র কংগ্রেস কাউন্সিলার (বিদায়ী) শেখ নাজিরউদ্দিন-সহ অন্যরা। ব্লক সভাপতি অরুণ চক্রবর্তী ও নাজিরউদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করে পুরভোটে প্রতিদ্বন্দ্বিতায় নামবে এবং সবকটি ওয়ার্ডে প্রার্থী দেওয়া হবে বলে ঘোষণা করা হয় এ দিন। গত ৮ অগস্ট বিদায়ী পুরপ্রধান পীযূষ পাণ্ডে-সহ আরও তিন কংগ্রেস কাউন্সিলার তৃণমূলে যোগ দেন। কংগ্রেসের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, “এই পুর-শহরে কংগ্রেসের একটা সমর্থন রয়েছে। সেই জোরেই পীযূষ পাণ্ডেরা এতদিন জিতেছেন। এখন উন্নয়নের দোহাই দিয়ে নিজেদের স্বার্থ চরির্তাথ করতে দল ছেড়েছেন, সবাই বোঝেন। ভোট বাক্সেই মানুষ জবাব দেবেন।” তাঁর সংযোজন, “শুনেছি তৃণমূলের জেলা সভাপতি আমাদের কাউকেই নাকি মনোনয়ন দাখিল করতে দেবেন না বলে হুমকি দিয়েছেন। আমরাও দেখব কী ভাবে উনি আমাদের আটকান।” তৃমমূলের দুবরাজপুর ব্লক সভাপতি ভোলা মিত্রের প্রতিক্রিয়া, “উন্নয়নের স্বার্থেই মানুষ আমাদের জেতাবেন। ফলে কে কী বলল সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন নেই।” |
নতুন পরিচালন কমিটি
নিজস্ব সংবাদদাতা • মাড়গ্রাম |
অবশেষে মাড়গ্রাম থানার কড়কড়িয়া জয়তারা বিদ্যাপীঠে পরিচালন কমিটির দখল পেল তৃণমূল। বিদায় নিল কংগ্রেস পরিচালিত পরিচালন কমিটি। চলতি বছরের মে মাসে ওই স্কুলে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল সমর্থিত ৬ জন প্রার্থী জয়ী হন। এলাকার তৃণমূল নেতাদের অভিযোগ, প্রাক্তন পরিচালন কমিটির সম্পাদক ইচ্ছাকৃত ভাবে নিজের পদ ধরে রাখার জন্য এত দিন ধরে নতুন কমিটি গঠন করেনি। প্রাক্তন পরিচালন কমিটির সম্পাদক নিখিল বন্দ্যোপাধ্যায় অবশ্য বলেন, “পঞ্চায়েত ভোটের দিন নিয়ে টালবাহানার জন্য নতুন কমিটি গঠন করতে দেরি হয়েছে।” সুনীলকুমার মণ্ডল নতুন কমিটির সম্পাদক হয়েছেন বলে স্কুল সূত্রে জানা গিয়েছে। |
ধৃতদের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • দুবরাজপুর |
দুই তৃণমূল নেতা শেখ জয়নাল ও উজ্জ্বল হক কাদেরীর মধ্যে বিবাদের জেরে দিন কয়েক ধরেই উত্তপ্ত ছিল বড়রা গ্রাম। শুক্রবার বিকাল থেকেই দু’ পক্ষের ব্যাপক বোমাবাজি হয়। একই ঘটনার পুনরাবৃত্তি চলে শনিবারও। রাবিবার ওই দুই নেতা সহ মোট সাত জনকে আটক করেছিল পুলিশ। রবিবার বিকেলে এলাকায় তল্লাশি করে মিলেছে ১৫০টি বোমা ও দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পরেই সকলকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিন জেল হাজতের নির্দেশ দেন। আগামী ১৭ অগস্ট আদালতে হাজির করানোর সময় সিডি দাখিল করতে কাঁকরতলা থানার পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক। |
তড়িদাহত হয়ে জখম
নিজস্ব সংবাদদাতা • নলহাটি |
তড়িদাহত হয়ে জখম হলেন ১৫ জন বাস যাত্রী। সোমবার বিকেলে ঘটনাটি ঘটে নলহাটি থানার কো-গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বেশ কয়েকটি গ্রাম থেকে ভক্তেরা একটি বাস ভাড়া করে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। বাসটিতে শতাধিক যাত্রী ছিল। কোগ্রামের ভিতর দিয়ে বাসটি যাওয়ার সময় গ্রামের একটি অংশে ঝুলে থাকা বিদ্যুতবাহী তারে বাসের মাথায় থাকা যাত্রীদের কয়েকজন তড়িদাহত হন। ভয় পেয়ে অনেকে বাস থেকে লাফ দেন। যাত্রীদের চিৎকারে চালক বাস থামিয়ে দেন। পরে স্থানীয় বাসিন্দারা ট্রান্সফর্মার থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। |