বামের পাশে তৃণমূল প্রার্থী
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
গ্রাম পঞ্চায়েত গঠনের তারিখ ঠিক হয়েছে ১৯ অগস্ট। তবে, জোরকদমে ঘোড়া কেনাবেচা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যেমন বেলডাঙা-২ ব্লকের আন্দুলবেড়িয়া-২ পঞ্চায়েত। কানাঘুষোয় শোনা যাচ্ছে ১৩ আসনের ওই পঞ্চায়েতে তৃণমূলের এক মাত্র জয়ী প্রার্থী মহিলা, বামেদের সঙ্গে হাত মিলিয়ে পঞ্চায়েত গঠনের কাজে তাদের সাহায্য করতে রাজি হয়েছেন। ওই পঞ্চায়েতে ১৩টি আসনের ৬টিতে জয়ী হয়েছেন বাম প্রার্থীরা। বাকি ৬টি জয়ী হয়েছে কংগ্রেস। একটি আসনে জয়ী তৃণমূল প্রার্থী রেহেনা বিবি। অভিযোগ তাঁকে ঘিরেই। স্থানীয় গ্রামবাসীদের দাবি টাকার বিনিময়ে তিনি ওই বামেদের সঙ্গে হাত মিলিয়েছেন। সিপিএমের স্থানীয় রেজিনগর লোকাল কমিটির সম্পাদক বদরুদ্দিন শেখ বলেন, “এখনও পাকা কথা হয়নি। তবে ওই মহিলা সিপিএমে যোগ দিয়েই আমাদের সমর্থন করতে রাজি হয়েছেন। সেখানে টাকা-পয়সার কোনও সম্পর্ক নেই।” স্থানীয় তৃণমূল নেতা হুমায়ুন কবীরও জানান, ওই মহিলার পরিবারের সকলেই সিপিএম সমর্থক। তিনি বলেন, “হয়তো তাই দলের চেয়ে ওঁর কাছে পরিবারই বড় হয়েছে। তাই তৃণমূলের টিকিটে জয়ী হলেও সমর্থন করবেন বামেদের।” রেহেনা অবশ্য এ ব্যাপারে এখনও মুখ খুলতে চাননি। |
শ্বশুর বাড়ি থেকে শনিবার এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। নাম লতা মণ্ডল (৩২)। ওই মহিলার বাড়ি ফরাক্কার আঁকুড়া গ্রামে। |