আজকের শিরোনাম
বনধের নবম দিনে পাহাড়ে ধৃত মোর্চা-নেতারা
মোর্চার ডাকা বনধের নবম দিনেও অচলাবস্থা জারি পাহাড়ে। বনধ প্রত্যাহারের জন্য মুখ্যমন্ত্রীর দেওয়া ৭২ ঘণ্টার চরমসীমা উপেক্ষা করে আজও বনধে সামিল মোর্চার কর্মী-সমর্থকেরা। গোর্খাল্যান্ডের দাবিতে দার্জিলিঙের পথে নেমেছেন বহু সাধারণ মানুষও। এরই মধ্যে গত কাল গভীর রাতে কালিম্পং থেকে মোর্চা নেতা শেখর শর্মাকে গ্রেফতার করা হয়েছে। তিনি মোর্চার কালিম্পং মহকুমা কমিটির সদস্য। পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে থাকা একাধিক মামলার ভিত্তিতে এই গ্রেফতারি। এ ছাড়াও বহু মোর্চা নেতার বাড়িতে চলছে পুলিশী তল্লাশি। শিলিগুড়ির গাড়িধুরা থেকে আটক করা হয় কার্শিয়াঙের দুই মোর্চা নেতা সুমিত দীপ রাই ও সোমন লামাকে। এদের সঙ্গে মোর্চার যুব শাখার সদস্য অভিষেক ও লাওয়ান গুরুঙ্গকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া খোঁজ চালানো হচ্ছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ-র এগজিকিউটিভ কমিটির সদস্য অরুণ সিপচিরও। পুলিশের দাবি, একাধিক মামলায় জড়িত অরুণ নেপালে পলাতক। যদিও এই দাবি নস্যাত্ করে মোর্চার মুখপাত্র বিনয় তামাং জানিয়েছেন, অরুণ দার্জিলিঙেই আছেন।
পাহাড়ের এই অশান্ত পরিস্থিতির মধ্যে অবশ্য স্বাধীনতা দিবসে একদিনের জন্য বনধ স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ। তিনি জানিয়েছেন, ফের ১৬ অগস্ট থেকে বনধ জারি থাকবে। এরই পাশাপাশি গোর্খাল্যান্ড প্রসঙ্গে সরাসরি কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। অপর দিকে, আগামিকাল সর্বদলীয় বৈঠকের ডাক দিল মোর্চা নেতৃত্ব। বৈঠকে রাজ্যের শাসক দল তৃণমূল-সহ সমস্ত রাজনৈতিক দলকে আলোচনায় আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন মোর্চা নেতা রাজু প্রধান। এ ছাড়া, আগামী ১৩-১৪ অগস্ট নিজেদের কর্মী-সমর্থকদের পরিবর্তে দার্জিলিঙের সাধারণ মানুষ ‘জনতা কার্ফু’ জারি করবে বলেও জানিয়েছেন তিনি। মনে করা হচ্ছে, বনধ নিয়ে সাম্প্রতিক কালে হাইকোর্টের রায়ের ফলেই পাহাড়ে আন্দোলনের কৌশল বদল করছে মোর্চা নেতৃত্ব।

জম্মুতে পাক সেনার গুলিতে আহত বিএসএফ জওয়ান
সংঘর্ষবিরতি চুক্তি ভেঙে ভারতীয় সেনা চৌকিতে ফের গুলি চালাল পাকিস্তানি সেনা। শুক্রবার পুঞ্চে গুলিচালানার পর আজ সকাল সাড়ে আটটা নাগাদ জম্মু সীমান্তে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনাবাহিনী। গুলিচালনায় আহত হয়েছেন পবন কুমার নামে বিএসএফ-এর এক জওয়ান। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.