সকাল থেকেই এক তলায় একটি ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। সন্দেহ হওয়ায় সন্ধ্যার পরে খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে এক বৃদ্ধার দেহ উদ্ধার করে।
শুক্রবার রাতের এই ঘটনাটি নৈহাটির ঘোষপাড়ার। পুলিশ জানায়, প্রতিমা ঘোষ (৮০) নামে ওই বৃদ্ধা বৃহস্পতিবার রাতেই খুন হয়েছেন। তাঁর কপালের ডান দিকে একটি ক্ষত মিলেছে। অনুমান, চুরি করতে এসে বাধা পেয়েই প্রতিমাদেবীকে খুন করা হয়েছে। কয়েক মাস আগেও চোরেরা হানা দিয়েছিল তাঁর ঘরে। ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা প্রধান দেবাশিস বেজ জানান, তদন্ত চলছে।
পুলিশ জানায়, অবিবাহিতা প্রতিমাদেবী হালিশহর জেঠিয়া প্রাইমারি স্কুলের প্রাক্তন শিক্ষিকা। ঘোষপাড়ার একটি দোতলা বাড়িতে শরিকদের সঙ্গে থাকতেন। আত্মীয়েরাই প্রতিমাদেবীর এক তলার ঘরে খাবার রেখে আসতেন। শুক্রবার সকালে খাবার দিতে গিয়ে প্রতিমাদেবীর সাড়া-শব্দ পাননি বাড়ির লোকজন। বিকেলেও দরজা না খোলায় তাঁরা নৈহাটি থানায় খবর দেন।
পুলিশ জানায়, সারা ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড ছিল। খাটের পাশে পড়েছিল রাতের খাবারের থালা। দেড়শো বছর পুরনো বাড়ির পিছন দিকের একটি দরজার কপাট ভাঙা। একটু জোরে ধাক্কা দিলেই খুলে যায়। সেখান দিয়েও প্রতিমাদেবীর ঘরে ঢোকা যায়। ওই দরজা দিয়ে আগেও একাধিকবার চোর ঢুকেছিল বলে বাসিন্দারা জানিয়েছেন পুলিশকে। বৃহস্পতিবার রাতে ওই পথেই দুষ্কৃতীরা এসেছিল বলে মনে করছে পুলিশ। প্রতিমাদেবীর ঘর থেকে কী কী খোওয়া গিয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। তবে আত্মীয়েরা জানিয়েছেন, মাসের প্রথমে পেনশনের টাকা তুলেছিলেন প্রতিমাদেবী। |