আজকের শিরোনাম
কালিঘাটে বেসরকারি বাস দুর্ঘটনা
কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বেসরকারি বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, সকাল সাড়ে এগারোটা নাগাদ ৩৭ নম্বর রুটের একটি বাস মোমিনপুর থেকে হাজরা আসার সময় গোপালনগর ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারায়। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক কাছেই হরিশ চ্যাটার্জী রোডের মুখে বাসটি ধাক্কা মারে স্থানীয় পুলিশ কিয়স্কে। এই কিয়স্কে ছিলেন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা ১০ জন পুলিশকর্মী। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ৮ জন পুলিশকর্মী। আহতদের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এদের মধ্যে দু’জন পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। ঘাতক বাসটির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানিয়েছে ব্রেক ফেল করার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বাসটির চালক। ঘাতক বাসটিকে গোপালনগর ব্রিজের উপরেই দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছেন ট্রাফিক পুলিশের আধিকারিকেরা। আহতদের দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের গুলি পুঞ্চে
গত ৬ অগস্ট পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় পাক সেনাদের এলোপাথারি গুলিতে প্রাণ হারিয়েছিলেন পাঁচ ভারতীয় জওয়ান। সেনা সূত্রে খবর, গতকাল রাতে সংঘর্ষবিরতি ভেঙে পুঞ্চের দুর্গাপোস্টে ফের একবার গুলি চালাল পাক সেনারা। পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানেরাও। প্রায় সাড়ে সাত ঘণ্টা ধরে এই গুলি বিনিময় চলে, সেনা সূত্রে খবর। এখনও পর্যন্ত ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সেনা সূত্রে জানা গিয়েছিল ৬ অগস্ট পুঞ্চের চাকান-দা-বাগে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় ঢুকে এসেছিল ১৫-২০ জনের একটি দল। সেনাদের তরফে প্রতিরক্ষামন্ত্রকে পাঠানো রিপোর্ট অনুযায়ী এই দলে ছিল পাকিস্তানের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এসএসজি দলের সেনারা। প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা জানিয়েছেন বিশেষ থার্মাল ইমেজিং মেশিনের সাহায্যে প্রায় সাড়ে চারশো মিটার দূর থেকেই অন্ধকার জঙ্গলে এরা ভারতীয় সেনাদের গতিবিধি টের পেয়েছিল।

মধ্য কলকাতায় ভেঙে পড়ল তিনতলা বাড়ি
আজ সকাল সাড়ে ন’টা নাগাদ ১১৭ নম্বর রিপন স্ট্রিট এলাকায় ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ। বহু পুরনো এই বাড়িটি বহুদিন থেকেই সংস্কারের অভাবে বিপজ্জনক অবস্থায় ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাড়িটির নীচে দোকানঘর ছিল বলে জানা গিয়েছে। তবে এই ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন বাড়ির বাসিন্দারা। স্থানীয় সূত্রে খবর, বাড়িওয়ালা ও ভাড়াটেদের বিবাদে বাড়িটিতে দীর্ঘদিন ধরেই কোনও সংস্কার হয়নি। আজ সকালে হঠাত্ই ভেঙে পড়ে বাড়িটির পশ্চিমদিকের একাংশ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল। বাড়ির ভাঙা অংশটি এখনও বিপজ্জনক অবস্থায় রাস্তার উপর ঝুলে আছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন বলে জানা গিয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.