|
|
|
সাত দিন যেমন
অসীম দাস
১০ থেকে ১৬ অগস্ট
প্রতি দিনের শুভ রং ও শুভ সংখ্যা সকলের জন্য প্রযোজ্য। বাকি অংশটুকু সে দিনের রাশি ও নক্ষত্রের সঙ্গে যাঁর মিল হবে তাঁর জন্য। |
|
|
|
শনিবারের রাশি: সিংহ।
নক্ষত্র: উত্তরফাল্গুনী।
শুভ রং: লাল, মেরুন, আকাশি ও কালো।
এড়িয়ে চলুন: বেগুনি, হলুদ, বাদামি ও গেরুয়া।
শুভ সংখ্যা: ৪, ৬ ও ৮।
এড়িয়ে চলুন: ৫। |
এ দিন চন্দ্র রবির নক্ষত্রে শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করায় এবং রাশির দ্বাদশে বুধাদিত্য যোগ হওয়ায় কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। সড়ক-নির্মাণ ব্যবসায়ীরা আইনি সমস্যায় পড়তে পারেন। বড় ভাইয়ের সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কারণে বিবাদ বাড়তে পারে। মায়ের মধ্যস্থতায় কোনও শরিকি সমস্যার সমাধান হতে পারে। রোম্যান্টিক কথাবার্তায় বিপরীত লিঙ্গের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তৃতীয় কোনও ব্যক্তির হস্তক্ষেপে দাম্পত্যে জটিলতা বাড়ার আশঙ্কা থাকবে। কানের সমস্যা ও মূত্রনালীর সংক্রমণ থেকে সাবধান থাকুন। |
|
|
|
রবিবারের রাশি: কন্যা।
নক্ষত্র: হস্তা।
শুভ রং: সাদা, অগ্নিবর্ণ ও সবুজ।
এড়িয়ে চলুন: সোনালি, লেমন ও গাঢ় নীল।
শুভ সংখ্যা: ৭ ও ৯।
এড়িয়ে চলুন: ৫ ও ৮। |
এ দিন চন্দ্র বুধের ক্ষেত্রে নিজের নক্ষত্রে অবস্থান করায় এবং রাশির একাদশে বুধ ও রবির সহাবস্থানের জন্য প্রশাসনে কর্মরতদের অপ্রত্যাশিত কোনও সুযোগ আসতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা হঠাৎ করে আর্থিক লাভবান হতে পারেন। সম্পত্তি কেনার পরিকল্পনা সার্থক হতে পারে। সন্তানের দুঃসাহসিক প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। কোনও বিবাহিতের সঙ্গে সম্পর্কের কারণে বিতর্কে জড়াতে পারেন। দাম্পত্যে ইগো সমস্যা সাময়িক দূরত্ব বাড়াতে পারে। মাইগ্রেন ও চোখের সমস্যায় সতর্ক থাকুন। |
|
|
|
সোমবারের রাশি: কন্যা।
নক্ষত্র: চিত্রা।
শুভ রং: হলুদ, সোনালি, সবুজ ও লাল।
এড়িয়ে চলুন: যে কোনও রকম নীল, স্টিল গ্রে ও বেগুনি।
শুভ সংখ্যা: ৬, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ৪। |
এ দিন চন্দ্র মঙ্গলের নক্ষত্রে শুক্রের সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দশমে মঙ্গল ও বৃহস্পতি একযোগে থাকায় কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন আধিকারিকের সুনজরে আসতে পারেন। ব্যবসায়ীদের অংশীদারের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। ভাইয়ের দ্বারা উপকৃত হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বাড়তে পারে। আবেগের বশবর্তী হয়ে কোনও ভুল সম্পর্কে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। দাম্পত্যে সঞ্চয়ের পরিকল্পনা করতে পারেন। রক্তের কোনও সমস্যা অথবা শরীরে টিউমার হলে সতর্ক হন। |
|
|
|
মঙ্গলবারের রাশি: তুলা।
নক্ষত্র: স্বাতী।
শুভ রং: কালো, বাদামি, আকাশি ও গাঢ় লাল।
এড়িয়ে চলুন: সবুজ, তুঁতে ও লেমন।
শুভ সংখ্যা: ১, ৮ ও ৯।
এড়িয়ে চলুন: ৩ ও ৫। |
এ দিন চন্দ্র শুক্রের ক্ষেত্রে রাহুর নক্ষত্রে রাহু ও শনির সঙ্গে সহাবস্থান করায় এবং রাশির দ্বাদশে শুক্রের অবস্থানের জন্য কর্মক্ষেত্রে যোগ্যতার পুরস্কার পেতে পারেন। রাসায়নিক বা ওষুধ প্রস্তুতকারকদের কোনও বিভাগীয় সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকবে। কোনও দূরসম্পর্কের আত্মীয়ের প্রভাবে মায়ের চিন্তাভাবনায় পরিবর্তন আসতে পারে। প্রেমের ক্ষেত্রে মেজাজের ভারসাম্য হারিয়ে অশান্তি বাড়তে পারে। কোনও বন্ধুর মধ্যস্থতায় দাম্পত্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। ধুলো থেকে অ্যালার্জি ও শ্বাসকষ্ট ভোগাতে পারে। |
|
|
|
বুধবারের রাশি: তুলা।
নক্ষত্র: বিশাখা।
শুভ রং: সোনালি, লেমন, আকাশি ও সবুজ।
এড়িয়ে চলুন: ঘন নীল, বাদামি ও বেগুনি।
শুভ সংখ্যা: ১, ৩ ও ৯।
এড়িয়ে চলুন: ২ ও ৪। |
এ দিন চন্দ্র বৃহস্পতির নক্ষত্রে শনি ও রাহুর সঙ্গে একযোগে থাকায় এবং রাশির নবমে বৃহস্পতি ও মঙ্গলের একত্রে অবস্থানের জন্য কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের সহকর্মীর দ্বারা উপকৃত হতে পারেন। পরিবহণ ও ছাপাখানার ব্যবসার সঙ্গে জড়িতরা কোনও পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। বোনের বিবাহের সম্ভাবনা বাড়তে পারে। বাবার সঙ্গে শরিকি সমস্যা মোকাবিলায় সহমত হতে পারেন। অসমবয়সী কারও প্রেমে পড়ে উদ্বেগ বাড়তে পারে। দাম্পত্যে নিকট ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। লিভারের সমস্যা ও বুকে ব্যথা হলে সতর্ক হোন। |
|
|
|
বৃহস্পতিবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: অনুরাধা। শুভ রং: সাদা, লেমন, অগ্নিবর্ণ ও বাদামি।
এড়িয়ে চলুন: কালো, সবুজ ও আকাশি।
শুভ সংখ্যা: ২, ৩ ও ৯।
এড়িয়ে চলুন:১ ও ৮।
|
এ দিন চন্দ্র শনির নক্ষত্রে থাকায় এবং রাশির দ্বাদশে শনি ও রাহুর সহাবস্থানের জন্য কর্মক্ষেত্রে হারানো সম্মান পুনরুদ্ধার হতে পারে। ব্যবসায়ীদের গুপ্ত শত্রুতা থেকে সতর্কতা প্রয়োজন। সন্তান কৃতিত্বের জন্য পুরস্কার পেতে পারে। পাড়ার কোনও ঝামেলার প্রভাব সংসারে পড়তে পারে। তৃতীয় কোনও ব্যক্তির প্রভাবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশঙ্কা থাকবে। অগ্ন্যাশয়ের সমস্যা, মূত্রনালীর সংক্রমণ ও পা ফোলা থেকে সাবধান হোন। |
|
|
|
শুক্রবারের রাশি: বৃশ্চিক।
নক্ষত্র: জ্যেষ্ঠা।
শুভ রং: সাদা, কালো, আকাশি ও সোনালি।
এড়িয়ে চলুন: স্টিল গ্রে, বাদামি, ঘন নীল ও গাঢ় লাল।
শুভ সংখ্যা: ২, ৩ ও ৬।
এড়িয়ে চলুন: ১ ও ৯। |
এ দিন চন্দ্র বুধের নক্ষত্রে থাকায় ও রাশির নবমে বুধাদিত্য যোগ হওয়ার কারণে কর্মক্ষেত্রে উন্নতি ও উপার্জন, দুই-ই বাড়ার সম্ভাবনা থাকবে। নার্সিংহোম ও সেবা প্রতিষ্ঠানের ব্যবসার সঙ্গে জড়িতদের অর্থদণ্ডের আশঙ্কা থাকতে পারে। মায়ের শরীর নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। সন্তানের কারণে গৃহে অশান্তি হতে পারে। অসতর্ক বাক্যের কারণে প্রেমে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। দাম্পত্যে ঘর সাজানোর পরিকল্পনা করতে পারেন। দাঁত, গলা ও গ্যাসের সমস্যা ভোগাতে পারে। |
|
|
|
|
|
|
|
|
|
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission. |
|
|
|
|