অশান্ত পাহাড়, গ্রেফতার ১৬ জিএলপি মহিলা সদস্য |
পাহাড়ে অশান্তি অব্যহত। লাগাতার বনধে সাধারণ জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত। পাহাড়ে বনধ আজ চার দিনে পড়ল। কিন্তু পরিস্থিতি আরও অশান্ত হয়েছে। গতকাল বিকেলে বিমল গুরুঙ্গের অন্যতম ঘনিষ্ঠ তথা জিটিএ সদস্য অনিত থাপাকে কার্শিয়াং থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, পুরনো কিছু মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। মোর্চা প্রধান গুরুঙ্গের অবশ্য দাবি, অনিত নির্দোষ। তবে আজ অনিত থাপাকে কার্শিয়াং মহকুমা আদালতে তোলা হলে আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। মোর্চার কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা ইতিমধ্যেই বাড়ি ছেড়ে জিএলপি-র ‘ক্যাম্প’-এ থাকার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কী? অনিত থাপাকে গ্রেফতারেই থেমে থাকেনি সরকারি ‘অভিযান’। গ্রেফতার করা হয়েছে আরও ১৬ জন জিএলপি মহিলা সদস্যকে। গতকাল রাতে কালিংপঙের গরুবাথানে জিটিএ গেস্ট হাউস থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের কারণ অবশ্য এখনও স্পষ্ট নয়। তাঁদের আজ শিলিগুড়ি আদালতে তোলা হবে।
|
পুঞ্চে পাক সেনার গুলিতে হত ৫ ভারতীয় জওয়ান |
বিগত কিছুদিন ধরেই ভারত-পাক সীমান্তে উত্তেজনার পারদ চড়ছে। কারণ সীমান্তের ওপার থেকে মাঝেমধ্যেই গুলিবৃষ্টি হচ্ছে ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে। বিগত কয়েক সপ্তাহ ধরেই সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা বাড়বাড়ন্ত। তবে সে সব চেষ্টা বানচাল করে দেয় ভারতীয় সেনা জওয়ানরা। এ বছরের শুরুতে ভারতীয় সীমান্তে ঢুকে দুই সেনার মাথা কেটে নেওয়ার ঘটনায় অভিযোগ ওঠে পাক সেনাদের বিরুদ্ধে। এই ঘটনায় নিন্দার মুখে পড়তে হয় পাকিস্তানকে। ইদানিং সীমান্তে জঙ্গী কার্যকলাপের সঙ্গে সঙ্গে পাক সেনাদের অতিসক্রিয়তা চিন্তা বাড়িয়েছে ভারতীয় সেনা শিবিরে। সেনা সূত্রে খবর, গতকাল জম্মু-কাশ্মীরের পুঞ্চে সীমান্তে লাগোয়া ভারতীয় সেনা ছাউনিতে হামলা চালায় পাক সেনারা। পুঞ্চ সীমান্তে ভারতীয় সেনার বিহার রেজিমেন্টের ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায় পাকিস্তান সেনা। গুলিতে নিহত হয়েছেন পাঁচ ভারতীয় সেনা জওয়ান। ঘটনার জেরে সীমান্তে সেনা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এই ঘটনাকে নিয়ে আজ উত্তাল হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশনও। ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রীর বিবৃতিও দাবি করেন বিরোধীরা। |