টুকরো খবর
মিছিল থেকে বাজি, জখম
কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোঁড়া চকলেট বোমায় গুরুতর জখম হল এক স্কুল ছাত্র। সোমবার বিকালে আলিপুরদুয়ার-২ ব্লকের টটপাড়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকার টটপাড়া চরাইমহল গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, জখম ওই স্কুল ছাত্রের নাম সুদীপ ভৌমিক। যশোডাঙ্গা হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সুদীপ। সিপিমের দাবি, জখম ওই স্কুল ছাত্রের পরিবার তাঁদের সমর্থক। তাঁকে যশোডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করানো হয়েছে। শামুকতলা থানায় চার কংগ্রেস সমর্থকের নামে লিখিত অভিযোগ জমা দিয়েছেন জখম ছাত্রের মা শিপ্রা ভৌমিক। সিপিএমের লোকাল সম্পাদক অমল দে’র অভিযোগ, “কংগ্রেস ভোটের আগে পরে সন্ত্রাস চালাচ্ছে। এ দিন বিজয় মিছিলের নামে বেছে বেছে আমাদের সমর্থকের বাড়িতে চকলেট বোমা ছোড়া হচ্ছে।” আলিপুরদুয়ার ২ ব্লক কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক বাপি দাস বলেন, “আমাদের বিজয় মিছিলে পটকা ফাটানো হয়নি। ওরা হেরে মিথ্যা অভিযোগ তুলছে।”

প্রয়াত ক্রীড়াবিদ
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ক্রীড়াবিদ মঞ্জুশ্রী ঘোষ। সোমবার সকালে শিলিগুড়ির একটি নার্সিংহোম তিনি মারা যান। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তাতে পড়ে গিয়েছিলেন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে নার্সিংহোমে ভর্তি করান। মঞ্জুশ্রীদেবী শিলিগুড়ি মহিলা ক্রীড়া সংস্থার সম্পাদক ছিলেন। যুক্ত ছিলেন শিলিগুড়ি ভেটারেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গেও। বিভিন্ন খেলার প্রতি উৎসাহ ছিল তাঁর। এ দিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ ও মহিলা ক্রীড়া সংস্থার সামনে তাঁকে শেষ শ্রদ্ধা জানান, ক্রীড়া সংগঠক থেকে ক্রীড়াবিদ বহুমানুষ। তাঁদের মধ্যে ছিলেন অর্জুন মান্তু ঘোষ, শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ সচিব অরূপরতন ঘোষ, শিলিগুড়ি মহকুমা রেফারিজ অ্যান্ড আম্পায়ার অ্যাসোসিয়েশনের সচিব পরিমল ভৌমিক, শিলিগুড়ি পুরসভার ক্রীড়া বিভাগের মেয়র পারিষদ সুজয় ঘটক সহ অনেকে।

স্কুল সরাতে নোটিস
রেলমন্ত্রক থেকে উচ্ছেদের নোটিশ আসায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। আলিপুরদুয়ার শহরের ১ নম্বর ওয়ার্ডে রেললাইন সংলগ্ন এলাকায় অরবিন্দনগর প্রাথমিক স্কুলে সম্প্রতি এ নোটিস আসে। অবর বিদ্যালয় পরিদর্শক প্রেমকান্ত কামতি বলেন, “ওই স্কুলকে জমি থেকে উঠে যাওয়ার জন্য রেলের দেওয়া নোটিসের কথা শিক্ষিকারা জানিয়েছেন। প্রাথমিক শিক্ষা সংসদে এ নিয়ে কথা বলব। উত্তরপূর্ব সীমান্ত রেলের ডি আর এম বীরেন্দ্র কুমার বলেন, “রেলের জায়াগা দখল করে থাকা জায়গাগুলিতে উচ্ছেদের নোটিস দেওয়া হচ্ছে। স্কুলটি রেলের জায়গায় থাকায় আধিকারিকরা উচ্ছেদের নোটিস দিয়েছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।” স্কুলের শিক্ষিকা কস্তুরী মৈত্র বলেন, “এর আগেও গত বছর উচ্ছেদের নোটিস এসেছিল। এই মাসে ফের এসেছে। স্কুলটিতে ৪৩ জন পড়ুয়া রয়েছে। স্কুলের একটি মাত্র হল ঘরে এদের ক্লাস নেওয়া হয়। স্কুলটি তুলে দেওয়া হলে কী হবে জানি না।”

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
পিস্তল ও তাজা কার্তুজ-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর ফাঁড়ির পুলিশ। রবিবার গভীর রাতে তাঁকে বিধাননগরের কাছে সইদাবাদ চা বাগান এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তির নাম তেজ মহম্মদ। তার বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাজিগছ এলাকায়। সোমবার তাকে শিলিগুড়ি আদালতে তোলা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। তেজ মহম্মদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগে বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ নথিভুক্ত রয়েছে।

চার পুর-প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল
আগামী আলিপুরদুয়ার পুরসভার নির্বাচনের জন্য শহরের চারটি ওয়ার্ডে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। সোমবার তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের নেতা জহর মজুমদার বিষয়টি জানিয়েছেন। শহরের ২ নম্বর ওয়ার্ডে আশিষ দত্ত, ৫ নম্বর ওয়ার্ডে দেবকান্ত বড়ুয়া, ১২ নম্বর ওয়ার্ডে প্রেম গোয়েঙ্কা ও ১৯ নম্বর ওয়ার্ডে কান্তি মোহন্তকে প্রার্থী করা হয়। পুরসভার বিদায়ী চেয়ারম্যান কংগ্রেসের দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল আগে সব ওয়ার্ডে প্রার্থী দিয়ে লড়ুক। তখন যা বলার বলব।”

জয়ন্তীর জল বক্সায়
বক্সা ব্যাঘ্র প্রকল্পের জয়ন্তী এলাকায় রবিবার রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে জয়ন্তী নদীর জল উপচে বাজারপাড়া, উপরলাইন এলাকায় ঢুকে পড়ে। ওই এলাকাগুলির বিভিন্ন জায়গায় হাটু জল দাঁড়িয়ে যায়। সোমবার সকালে বৃষ্টি কমায় জল ধীরে ধীরে নামে। পরে সশস্ত্র সীমা বলের জওয়ান ও বাসিন্দারা নদীর পাশে অস্থায়ী ভাবে বালির বস্তা দিয়ে বাঁধ দেন। সেচ দফতরের কার্যনিবাহী বাস্তুকার অরূপানন্দ রায় বলেন, “জয়ন্তী নদীর নাব্যতা কমেছে। ভারী বৃষ্টি হওয়ায় নদীর জল উপচে শহর এলাকায় ঢুকে পড়েছিল। সেখানে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখা হচ্ছে।”

ইফতার পালন
হাজারখানেক মানুষের উপস্থিতিতে ইফতার পালন করল দার্জিলিং জেলা তৃণমূল সংখ্যালঘু সেল। নকশালবাড়ি মুসলিমপাড়া মাদ্রাসায় এই ইফতার আয়োজন করা হয়। সব ধর্মের মানুষকেই আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছেন জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি নাসির আহমেদ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.