বিহারের গয়ার কাছে রেললাইন বিস্ফোরণের ঘটনায় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে গতকাল রাত ১১টা নাগাদ গয়ার তরাইয়া ও গুরারু স্টেশনের মাঝে রেললাইনে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে গয়া-মোগলসরাই রুটে রেল চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এই ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় হাওড়া-দিল্লি রাজধানী এক্সপ্রেস। রেল সূত্রে খবর, ঘটনার কিছু আগেই ওই লাইন দিয়ে যায় রাজধানী এক্সপ্রেসের পাইলট ইঞ্জিন। বিস্ফোরণের পিছনে মাওবাদীদের হাত রয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুর্ঘটনার জেরে সকাল থেকেই রাজধানী-সহ আটকে বহু দুরপাল্লার ট্রেন। দেরিতে চলছে দিল্লি-শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস, পূর্বা ও শিপ্রা এক্সপ্রেস। বম্বে মেল ভায়া এলাহাবাদ প্রায় সাত ঘন্টা দেরিতে চলছে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
|
পাহারে শুরু হল মোর্চা বনধ |
পৃথক গোর্খাল্যাণ্ডের দাবিতে আজ থেকে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকা অনির্দিষ্ট কালের বনধ শুরু হল পাহারে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গতকালই পৌঁছেছে পাঁচ কোম্পানির আধাসামরিক বাহিনী। এদের মধ্যে চার কোম্পানি পুরুষ আধাসামরিক বাহিনীর পাশাপাশি নারী মোর্চা আন্দোলনের কথা মাথায় রেখে এক কোম্পানি মহিলা আধাসামরিক বাহিনীও মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং এই তিন জেলায় আধাসামরিক বাহিনীর টহল শুরু হয়েছে। সঙ্গে বিভিন্ন জায়গায় বাড়তি পুলিশ বাহিনীও মোতায়েন রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে এগারোটা পর্যন্ত কোনও বড় ধরণের অশান্তির খবর পাওয়া যায়নি। তবে বনধের জেরে স্কুল-কলেজ-অফিস-দোকানপাট বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ব্যাঙ্ক-সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও। বনধ শুরুর আগেই গতকাল থেকেই পাহারের চার জায়গায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মোর্চা সদস্যদের হাত রয়েছে বলে পুলিশ দাবি করলেও এই দাবি নস্যাত্ করে মোর্চা নেতৃত্ব। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত অশান্তির ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
অন্য দিকে, আজ সকালেই রোশন গিরির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল দিল্লি পৌঁছায়। মোর্চা সূত্রে খবর, পৃথক রাজ্যের দাবিতে আজ থেকেই দিল্লি যন্তরমন্তরের সামনে দু’দিনের ধর্ণা শুরু করে দিয়েছে তারা।
|
আজ সকালে কলকাতার স্ট্র্যান্ড রোডের ফুটপাথে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে মৃতদেহটি তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রদীপ ঝা-র। সকাল পৌনে ছ’টা নাগাদ ফুটপাথের উপর মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেয় সেখানকার হকারেরা। মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে ডাক্তারেরা। ঘটনাস্থলে পৌঁছে ব্যক্তির কাছ থেকে মানিব্যাগ ও পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ। পরিচয়পত্র থেকে জানা যায় মৃত ব্যক্তির নাম প্রদীপ ঝা। তাঁর বাড়ি বারাসত এলাকায়। তাঁর কাছ থেকে মোহনবাগান ক্লাবের পরিচয়পত্রও উদ্ধার হয়েছে। প্রদীপবাবু তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রদীপবাবুকে খুন করা হয়েছে কিনা তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে দাবি পুলিশের। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |