শিলিগুড়িতে বনধে মিশ্র প্রভাব |
রাষ্ট্রীয় শিবসেনার ডাকা বনধের দ্বিতীয় দিনে মিশ্র প্রভাব দেখা গেল শিলিগুড়িতে। পুলিশ সূত্রে খবর বনধ উপেক্ষা করে রাস্তায় নেমেছে মানুষ। যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে খবর। সরকারি ও বেসরকারি বাস চললেও বেসরকারি বাসের সংখ্যা তুলনামূলকভাবে কম। গোর্খাল্যান্ড দাবির বিরোধিতা করে বৃহস্পতিবার থেকে শিলিগুড়ি ও লাগোয়া এলাকায় ৪৮ ঘন্টার বনধ ডেকেছিল শিবসেনা এবং বাংলা ও বাংলা ভাষা বাঁচাও কমিটি। বনধের প্রথম দিনে জনজীবন বিপর্যস্ত হলেও আজকের পরিস্থিতি তুলনামূলকভাবে অনেক স্বাভাবিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাস্তায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও অনেক দোকানপাট বন্ধ রয়েছে। বনধ উপেক্ষা করে সরকারি অফিসগুলি খোলা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।
অন্যদিকে গতকাল গভীর রাতে দার্জিলিং-এর তাকদা বনবাংলো পোড়ানোর অভিযোগ উঠল মোর্চার যুব সংগঠনের নেতাদের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ এনেছেন রোশন গিরি। মোর্চা সূত্রে খবর, আজ রোশন গিরির নেতৃত্বে ছয় সদস্যের একটি দল দিল্লি যাবে। অন্যদিকে মংপুতে ন্যাশনাল হাইডেল পাওয়ার কর্পোরেশনের (এনএইচপিসি) গাড়ি পোড়ানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
আজ সকাল আটটা নাগাদ উত্তর ভারতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। জম্মু-কাশ্মীরের পাশাপাশি কম্পন অনুভূত হয় হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ে। জানা গিয়েছে কম্পনের কেন্দ্রস্থল কাশ্মীরের ডোডা জেলা। ভূমিকম্পের জেরে জম্মু-কাশ্মীরের স্কুলগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
|