শিক্ষককে ঘুষি, গ্রেফতার ছাত্র
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
সহ-প্রধান শিক্ষককে ঘুষি মারার অভিযোগে দ্বাদশ শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। অন্ডালের হিন্দি হিন্দু হাইস্কুলে ঘটনাটি ঘটে। ওই স্কুলের প্রধান শিক্ষক বন্ধুনাথ ঝা জানান, বুধবার দুপুরে ক্লাস না করে বাইরে বসে আড্ডা মারার জন্য সহ-প্রধান শিক্ষক অভিমন্যু বর্মা মহম্মদ তারিক নামে ওই ছাত্রকে বকাবকি করেন। তারপরেই তারিক তার দুই সহপাঠী রাজকুমার শর্মা এবং সুনীল রামকে নিয়ে অভিমন্যুবাবুর উপর চড়াও হয়। অভিযোগ, তারিক অভিমন্যুবাবুর চোখের নীচে ঘুষি মারে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এর পরেই তারিকের বিরুদ্ধে অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রকে দুর্গাপুর আদালতে তোলা হয়েছে।
|
দুর্ঘটনায় আহত ছয় খনিকর্মী
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
জখম এক খনিকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন আরও পাঁচ কর্মী। ছ’জনকেই কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার জামুড়িয়ার কেন্দার পরাশিয়া কোলিয়ারির ঘটনা। কোলিয়ারি সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে ভূগর্ভে কয়লার চাল খসে পড়ায় জখম হন দেবু সুঁই নামে এক খনিকর্মী। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ২ নম্বর জাতীয় সড়কের নিঘা মোড়ে অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় জখম হন অন্য পাঁচ খনিকর্মী। খবর চাউর হতেই সকাল আটটা থেকে দশটা পর্যন্ত তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখান শ্রমিকেরা। স্থানীয় তৃণমূল নেতা উদিপ সিংহ জানান, প্রতি বছর কর্মীদের সুরক্ষার নামে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তাও দুর্ঘটনা লেগেই আছে। কর্তৃপক্ষ জবাব দিক।
|
গাড়ি উল্টে জখম ৮ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
স্কুলে যাওয়ার পথে গাড়ি উল্টে জখম হল ৮ ছাত্রী। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বারাবনি থানার ফুলসায়রের ঘটনা। জখম তিন ছাত্রীকে আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই সময় মদনপুর, খুশনগর এলাকার কিছু ছাত্রী স্কুলে যাচ্ছিল। ফাঁকা গাড়ি দেখতে পেয়ে তারা উঠে পড়ে। কিন্তু ফুলসায়র এলাকা দিয়ে যাওয়ার সময় উল্টে যায় গাড়িটি। পাশে ধান খেত থেকে কৃষকেরা ছুটে আসেন। গাড়ির কাঁচ ভেঙে ওই ছাত্রীদের উদ্ধার করেন তাঁরা। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে বারাবনি পুলিশ। জখম ওই ছাত্রীদের প্রথমে কেলেজোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাদের আসানসোল হাসপাতালে পাঠানো হয়।
|
কৃতীদের সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হল আসানসোল বণিকসভার উদ্যেগে। বৃহস্পতিবার আসানসোল পুরসভার অন্তর্গত মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি এবং সিবিএসসি বোর্ডের বিভিন্ন স্কুলের প্রায় ৮১ জন পড়ুয়াকে পুরষ্কৃত করা হয়। সংবর্ধনা দেওয়া হয় এই শিল্পাঞ্চলের তিন জন বিশিষ্ট ব্যবসায়ীকেও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়, নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়-সহ অনেক বিশিষ্ট ব্যক্তি। স্বাগত ভাষণ দেন চেম্বার অফ কমার্সের সভাপতি সুব্রত দত্ত।
|
দুর্গাপুর
চক্ষু পরীক্ষা শিবির। চক্ষু বিভাগ। সকাল ৯টা। উদ্যোগ: বিবেকানন্দ হাসপাতাল।
ইফতার পার্টি। মসজিদ মহল্লা। বিকাল সাড়ে ৫টা।
উদ্যোগ: দুর্গাপুর মসজিদ মহল্লা নাগরিক ওয়েলফেয়ার সমিতি।
আসানসোল
ফুটবল। আসানসোল স্টেডিয়াম। দুপুর পৌনে ২টো।
বারাবনি
ফুটবল প্রতিযোগিতা। জামগ্রাম মাঠ। বিকাল ৪টা। |