নয়াদিল্লিতে পুলিশের গুলিতে বাইক আরোহীর মৃত্যু |
পুলিশের গুলি চালনায় নয়াদিল্লিতে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর, ঘটনায় আহত হয়েছেন এক যুবক।
রবিবার রাত ২টো নাগাদ রাজধানীর পার্লামেন্ট স্ট্রিটের কাছে উইন্ডসর প্লেস-এ প্রায় ৩০ জন মোটরবাইক আরোহী রাস্তায় বিপজ্জনক স্টান্ট দেখাচ্ছিল। টহলদারি পুলিশের নিষেধ সত্ত্বেও তাঁরা স্টান্ট দেখানো বন্ধ না-করে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। পুলিশের দাবি, তাঁদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করে বাইক আরোহীরা। সে সময় তাঁদের এলাকা থেকে সরিয়ে দিতে একটি মোটরবাইকের টায়ার লক্ষ্য করে গুলি চালালে তা মোটরবাইকের পিছনে বসা কর্ণ পাণ্ডে নামে এক যুবকের পিঠে লাগে। অন্যদিক থেকে আসা একটি গুলিতে আহত হন সেই মোটরবাইকের চালক পুনীত শর্মাও। ওই দুই যুবককে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান কর্ণ। হাসপাতালে পরীক্ষার পর আহত পুনীতের মদ্যপ হওয়ার প্রমাণ মিলেছে। ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েক জন পুলিশকর্মীও। |
আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ডের রিপোর্ট পেশ |
আজ কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই-এর কর্মসমিতির বৈঠকে আইপিএল-এ স্পট ফিক্সিং কাণ্ডের তদন্ত রিপোর্ট পেশ করা হয়। বোর্ডের দুর্নীতিদমন শাখার অফিসার রবি সাওয়ানি-সহ দু’সদস্যের তদন্ত কমিটির রিপোর্টে রাজ কুন্দ্রা, তাঁর মালিকানাধীন রাজস্থান রয়্যালস-সহ শ্রীনিবাসনের সংস্থা ইন্ডিয়া সিমেন্ট ও চেন্নাই সুপার কিংগসের গুরুনাথ মাইয়াপ্পনকে ক্লিনচিট দেওয়া হয়। তদন্ত রিপোর্টে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ নেই। বৈঠকের পর সাংবাদিক বৈঠকে বোর্ডের অন্তবর্তীকালীন সভাপতি ডালমিয়া বলেন, এর পর রিপোর্ট আইপিএল-এর গভর্নিং বডিকে পাঠানো হবে। ফলে
এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী ২ অগস্ট মুম্বইয়ে বোর্ডের পরবর্তী কর্মসমিতির বৈঠকে। সূত্রের খবর, এই রিপোর্টের পর আইপিএল কমিশনার হিসেবে ফের প্রত্যাবর্তন ঘটতে পারে রাজীব শুক্লর। বিশেষজ্ঞদের ধারণা, রিপোর্টের ফলে আগামী সেপ্টেম্বরে ভারতীয় বোর্ডের সভাপতি নির্বাচনের আগে বেশ সুবিধাজনক অবস্থায় রইলেন শ্রীনিবাসন। মনে করা হচ্ছে, ফের সভাপতি হিসেবে তাঁর বিসিসিআই-এ ফেরা আরও সহজ হবে।
|
পঞ্চাননতলার পুলিশ ব্যারাকে দুষ্কৃতী-হামলা |
লেক থানার পঞ্চাননতলায় কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ব্যারাকে হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, রবিবার রাতে ব্যারাকে ঢুকে ঘুমন্ত পুলিশকর্মীদের উপর হামলা চালায় তাঁরা। পুলিশকর্মীদের মোবাইল, টাকা কেড়ে নেওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। ওই দুষ্কৃতীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্যারাকের কর্মীরা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে চার জন দুষ্কৃতী-সহ ব্যারাকের দু’জন অস্থায়ী কর্মীকেও। প্রাথমিক তদন্তের পর ধৃতদের আজ আলিপুর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। |