আজ ভোর থেকেই অবিরাম বৃষ্টির কবলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গাঙ্গেয় নিম্নচাপ অক্ষরেখার কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ওড়িশার ঘূর্ণাবর্তের প্রভাবও রাজ্যের উপর আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণার পাশাপাশি বাঁকুড়া ও বর্ধমানেও ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। অন্যান্য জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী অঞ্চলে মত্স্যজীবীদের সতর্ক করা হয়েছে।
|
পশ্চিম মেদিনীপুরে প্লাবনের আশঙ্কা |
পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় আজ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। প্রশাসন সূত্রে খবর, গতকাল রাতে ঝাড়খণ্ডের গালুডি বাঁধ থেকে সুবর্ণরেখা নদীর উপর ২ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে নদী তীরবর্তী অঞ্চলগুলিতে প্লাবনের সম্ভাবনা দেখা দিয়েছে। গোপীবল্লভপুর, দাঁতন ১ ও ২ নম্বর ব্লক, কোশিয়াড়ি, মোহনপুরে লাল সতর্কতা জারি হয়েছে। নয়াগ্রাম ও সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকাও জলপ্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। গতকাল রাত থেকেই বিভিন্ন ব্লকের বিডিও ও প্রশাসনিক কর্তাদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানোর কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে তিনটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। বিভিন্ন জেলায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। আনা হয়েছে ১০টি বোট। |