টুকরো খবর |
সিমেন্টের বস্তা ভর্তি লরি উধাও, পরে মিলল খোঁজ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিমেন্টের বস্তা বোঝাই করে রাতে রাস্তার পাশে লরি রেখেছিলেন চালক। ভেবেছিলেন ভোর হলে লরি নিয়ে মেদিনীপুর রওনা দেবেন। কিন্তু, সূর্যের আলো ফুটতেই দেখলেন, আস্ত লরিটাই উধাও! খড়্গপুর লোকাল থানার কলাইকুণ্ডার এই ঘটনায় বুধবার পুলিশে লিখিত অভিযোগ দায়ের হয়। তারপর তল্লাশি চালিয়ে খড়্গপুর লোকাল থানা এলাকা থেকেই লরিটি উদ্ধার করে পুলিশ। তবে সিমেন্টের বস্তাগুলোর খোঁজ মেলেনি। লরিটিতে ৩০০ বস্তা সিমেন্ট ছিল বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাতীয় সড়ক থেকে লরি ছিনতাই করে, এমন কোনও চক্র এই ঘটনায় জড়িত। দুষ্কৃতীরা লরিটি ছিনতাই করে নিয়ে যায়। তারপর সিমেন্টের বস্তাগুলো নামিয়ে তা অন্য লরিতে তোলে। আর ফাঁকা লরিটি রাস্তার ধারে ফেলে রেখে যায়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে।
|
বিক্ষোভে বিজেপি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
মিড ডে মিল সংক্রান্ত নানা দাবিতে পথে বিজেপি।—নিজস্ব চিত্র। |
অতিরিক্ত অর্থ বরাদ্দ করে প্রতিটি স্কুলে মিড ডে মিলের জন্য পৃথক রান্নাঘর তৈরি-সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার মহকুমাশাসকের (সদর) কাছে স্মারকলিপি দেয় বিজেপি। দাবিগুলোর মধ্যে রয়েছে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা, উন্নতমানের খাদ্যসামগ্রী ব্যবহার করা প্রভৃতি। দলের শহর সভাপতি অরুপ দাস বলেন, “ছপরার ঘটনায় আমরা সকলেই শঙ্কিত। মিড ডে মিল প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে আরও সাবধান হতে হবে। নির্দিষ্ট কিছু দাবিই স্মারকলিপির মাধ্যমে মহকুমাশাসককে জানিয়েছি। আশা করব, দাবিগুলো খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ করা হবে।”
|
ছাত্রীকে পাচার, ধৃতের জেলহাজত
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
স্কুলছাত্রীকে পাচারের চেষ্টার অভিযোগে ধৃত মহিলার এ বার জেল হেফাজত হল। আগে তিনি পুলিশ হেফাজতে ছিলেন। বৃহস্পতিবার সোমা দে নামে ওই মহিলাকে মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হলে হিচারক ওই নির্দেশ দেন। ফের ৩ অগস্ট তাঁকে আদালতে হাজির করা হবে। খড়্গপুরের ইন্দার বাসিন্দা নন্দিনী সিংহ নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী গত ১৬ জুলাই থেকে নিখোঁজ ছিল। পরিবারের তরফে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগের পর তদন্ত শুরু করে পুলিশ। গত শুক্রবার রাতে খড়্গপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে ছিল তার সহপাঠিনী দুর্গা ইল্লি এবং সোমা দে নামে এক মহিলা। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্গার বাবা-মাকেও গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নন্দিনীকে মুম্বইতে পাচার করে দেওয়ার চেষ্টা হচ্ছিল।
|
খড়্গপুরে ধৃত ৩
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মধুচক্রের আসর থেকে এক যুবতী ও দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি খড়্গপুর টাউন থানার বারবেটিয়া মনসাতলার। বুধবার এক সূত্র মারফৎ পুলিশ খবর পায়, ওই এলাকায় মধুচক্রের আসর বসেছে। এরপর সেখানে হানা দেয় পুলিশ। হাতেনাতে এক যুবতী ও দুই যুবককে গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হয়েছিল। জামিনের আবেদন খারিজ করে সকলকেই জেল হেফাজতের রাখার নির্দেশ দেন বিচারক। ফের ৮ অগস্ট তাদের আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তিন জনকে ধরা হয়েছে। |
|