মারা গেলেন বীরভূমের নির্দল প্রার্থীর গুলিবিদ্ধ বাবা |
শেষ রক্ষা হল না পাড়ুইয়ের নির্দল প্রার্থী হৃদয় ঘোষের গুলিবিদ্ধ বাবা সাগরচন্দ্র ঘোষের। বর্ধমান মেডিক্যাল কলেজ সূত্রের খবর, আজ ভোর ৫টা ৪০ মিনিটে তিনি মারা গিয়েছেন। গত রবিবার রাতে নিজের বাড়িতে দুষ্কৃতীদের বন্দুকের গুলিতে আহত হয়েছিলেন সাগরবাবু। হাতে ও তলপেটে গুলি লেগেছিল তাঁর। গত কাল বর্ধমান মেডিক্যালে অস্ত্রোপচার করে হাতের গুলি বের করা গেলেও তাঁর তলপেটে লাগা দু’টি গুলি বের করা যায়নি। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েও শেষ পর্যন্ত জিততে পারলেন না সাগরচন্দ্র ঘোষ।
|
যাদবপুরের ফ্ল্যাটে গৃহবধূ খুনে গ্রেফতার ৩ |
যাদবপুরের ফ্ল্যাটে গৃহবধূ খুনের ঘটনার জট কাটলো। ওই খুনের ঘটনায় কথার অসঙ্গতির জেরে আগেই গ্রেফতার করা হয়েছিল ফ্ল্যাটের পরিচারিকাকে। এরপর তাকে জেরা করেই মিলল খুনের বিস্তারিত তথ্য। পুলিশের তদন্তকারী অফিসারদের দাবি, তাঁদের জেরার মুখে পরিচারিকা শিবানী মান্না স্বীকার করে যে, বাড়িতে প্রচুর পরিমান নগদ টাকা ও সোনা-গয়না রয়েছে এমন খবরের ভিত্তিতে ফ্ল্যাটের গাড়ির চালক তাপস মন্ডলের সঙ্গে সে ডাকাতির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ি ক্যানিং থেকে আরও দু’জনকে নিয়ে আসে সে। ঘটনার দিন রাত ১১টা নাগাদ, শিবানী ফ্ল্যাটের দরজা খুলে দেয়। শিবানী, গাড়ির চালক তাপস-সহ চারজন মিলে ফ্ল্যাটে লুঠপাট শুরু করে। বাধা দিতে গিয়েই খুন হন গৃহকত্রী শম্পা ঘোষ। শিবানীর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কাল রাতে যাদবপুর এলাকা থেকেই গ্রেফতার করা হয় তাপস মন্ডলকে এবং এর পর বাকি দুই অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ। আজ আভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হবে। |