আজকের শিরোনাম
‘পঞ্চায়েত লড়াই’-এর চতুর্থ দফা
আজ চতুর্থ দফার ভোট হচ্ছে মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে। ভোটের আগে থেকেই এই চার জেলার বিভিন্ন জায়গা থেকে শাসক দল ও বিরোধী গোষ্ঠীর অশান্তি ও সংঘর্ষের খবর আসতে শুরু করে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে। আজ সকালে ভোটপর্ব শুরু হতেই চার জেলার বিভিন্ন জায়গায় সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। যদিও নির্বাচন কমিশন কাছে ৪ জনের মৃত্যুর খবর রয়েছে বলে জানা গিয়েছে। জেলাগলিতে সংঘর্ষের ছবির একঝলক—

নদিয়া
• সগুনায় এক দল দুষ্কৃতী বুথের বাইরে ব্যাপক বোমাবাজি চালায়। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই জড়িত বলে অভিযোগ স্থানীয় সিপিএম নেতৃত্বের। ঘটনাস্থলে কেন্দ্রীয়বাহিনী দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার হয়েছে ব্যাগভর্তি বোমা।
• মায়াপুরে বোমার আঘাতে মৃত্যু হয়েছে খবিরুদ্দিন শেখ নামে এক সিপিএম কর্মীর। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
• কল্যাণীতে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুর বিরুদ্ধে বাইক বাহিনী নিয়ে বুথে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে।

মুর্শিদাবাদ
• রানিনগর, ডোমকল, জলঙ্গিতে ব্যাপক বোমাবাজি, হামলা, ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত হয়েছেন ৪ সিপিএম সমর্থক। এই ঘটনায় সিপিএম-কংগ্রেস পরস্পরবিরুদ্ধ অভিযোগ এনেছে।
• বেলডাঙায় ভোট দিয়ে ফেরার পথে সিপিএম-তৃণমূলের সংঘর্ষের মাঝে পড়ে বোমার আঘাতে মৃত্যু হয় নুরজাহান বিবি নামে এক ভোটারের।
• হরিহরপাড়ায় সিপিএম-কংগ্রেস সংঘর্ষ, এলাকায় ব্যাপক বোমাবাজি। আহত হয়েছেন দু’পক্ষের ১৫ জন কর্মী সমর্থক।
• রানিনগরে বোমা বাঁধতে গিয়ে ২ দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
• ভগবানগোলায় বুথ জ্যামের অভিযোগে ওঠে। পুলিশের গাড়িতে ভাঙচুর চালান ক্ষুব্ধ গ্রামবাসীরা।

মালদহ
• কালিয়াচকের বীরনগরে তৃণমূল প্রার্থীর বাড়িতে দুষ্কৃতীরা বোমা ছোঁড়ে বলে অভিযোগ ওঠে। বোমার হামলায় ৩ শিশু গুরুতর আহত হয়েছে। এঁদের মধ্যে এক জনের মধ্যে অবস্থা আশঙ্কাজনক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়ি বা বাড়ির কাছে মজুত ছিল বোমা। আইসক্রিম পাত্রের মধ্যে বোমাগুলি রাখা ছিল। শিশুরা খেলা করার সময় বিস্ফোরণ ঘটে। বাইরে থেকে কোনও বোমা ছোঁড়া হয়নি।
• মালদহের রতুয়ায় সিআরপিএফের গুলিতে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। পুলিশ সূত্রে খবর, ভোটারদের সঙ্গে জওয়ানদের বচসাকে কেন্দ্র করে এই ঘটনা।
• কালিয়াচকের মোজমপুরে তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ আনল সিপিএম। পাশাপাশি, মালদহের ইংরেজবাজারে এক সিপিএম প্রার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। অন্য দিকে চাঁচলে তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে কংগ্রেসের বিরুদ্ধে।
• মালদহের মানিকচকের শেরপুরায় কংগ্রেস কর্মীদের উপর লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। লাঠির আঘাতে আহত হয়েছেন বেশ কয়েক জন কর্মী।

বীরভূম
• সিউড়ির নগরীতে সিপিএম প্রার্থীদের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় ২০ জন সমর্থক জখম হয়েছে বলে দলীয় সূত্রে খবর।
• পাড়ুইয়ে এক নির্দল প্রার্থীর বাবা গুলিবিদ্ধ হন। অনুব্রত মণ্ডলের সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ করেন ওই প্রার্থী। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ তৃণমূল সমর্থক।
• সংঘর্ষ ও বোমাবাজির মধ্যে বীরভূমের কাঁকরতলায় বুথের সামনে মাওবাদী পোস্টার পাওয়ায় চাঞ্চল্য দেখা দেয়। তবে পুলিশ সুপার বিষয়টি নস্যাত্ করেছেন।
• দুবরাজপুরের মেটেলায় বুথ জ্যামের চেষ্টার অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। পুলিশের সঙ্গে হাতাহাতি হয় তৃণমূল সমর্থকদের।
• অন্য দিকে, লোবায় এক ভিন্ন ছবি ধরা পড়েছে। প্রশাসন সূত্রে খবর, এখানে কেন্দ্রীয় বাহিনীর কড়া প্রহরায় ভোট গ্রহণ চলছে। এবং তা শান্তিপূর্ণভাবেই।

চার জেলায় ভোটের হার

সকাল ১১টা পর্যন্ত দুপুর ১২টা পর্যন্ত
বীরভূম ২৮.৬৮% ৪৪.২৫
নদিয়া ২৭.৪৬% ৪৩.৪৬
মুর্শিদাবাদ ২৬.৭৭% ৪৩.১২
মালদহ ২২.৯৪% ৩৭.৫২



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.